Barak UpdatesHappeningsBreaking News
সুপারি সিন্ডিকেটের কিংপিন মুসা আহমেদ সিদ্দিকি গ্রেফতার
ওয়েটুবরাক, ১৫ অক্টোবরঃ সুপারি সিন্ডিকেটের উত্তর-পূর্বাঞ্চলের কিংপিন মুসা আহমেদ সিদ্দিকিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার অন্যত্র যাওয়ার উদ্দেশে রওয়ানা হতেই তাকে পাকড়াও করে পুলিশ। মিজোরাম থেকে শিলচর বিমানবন্দরের পথে সোনাই রোডে তাকে আটকে শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হয়।
সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে মূল মামলাটি চলছে ক্রাইম ব্রাঞ্চের তত্ত্বাবধানে। এরই মধ্যে বিভি্ন্ন স্থান থেকে শতাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। ক্রাইম ব্রাঞ্চ ছাড়াও জেলা পুলিশও অনেককে ধরেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার নোমল মাহাত্তা। তাঁর কথায়, এ পর্যন্ত বার্মিজ সুপারি পাচার মামলায় যাদেরই গ্রেফতার করা হয়েছে, তাদের সকলের মাথার উপরে রয়েছে মুসা আহমেদ। তার মূল বাড়ি নিলামবাজার হলেও থাকে মিজোরামে। সেখানে থেকেই এই অবৈধ ব্যবসা চালাচ্ছিল মুসা। তাকে বহুদিন ধরে খোঁজা হচ্ছিল। তার গতিবিধির দিকে পুলিশ নজর রাখছিল। শুক্রবার মিজোরাম থেকে অসমে প্রবেশ করতেই পুলিশ তাকে গ্রেফতারের ছক কষে এবং সফল হয়।
মাহাত্তা জানান, সুপারি সিন্ডিকেটের কিংপিন হলেও তার আরও অবৈধ কারবার থাকতে পারে। পুলিশ সে সবও খতিয়ে দেখছে।