India & World UpdatesHappeningsBreaking News
সুনীতাদের মহাকাশ থেকে ফেরা নিয়ে উদ্বেগ বাড়ছে
ওয়েটুবরাক, ২৩ আগস্ট : চলতি বছরের ৫ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছিল নাসার বোয়িম সিএসটি-১০০ স্টারলাইার ক্যাপসুল। সেই যান চড়ে পৃথিবী ছেড়েছিলেন মার্কিন মহাকাশ সংস্থার দুই নভঃশ্চর সুনীতা উইলিয়ামস ও তাঁর সহকর্মী বুচ উইলমোর। ৮ দিনের সফরে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি দিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভুত মহাকাশচারী ও তাঁর সহকর্মী। কিন্তু আচমকাই সুনীতাদের মহাকাশযানটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। আর সেইসঙ্গেই অনিশ্চিত হয়ে পড়ে সুনীতাদের ফেরা। গত ৬ জুই থেকে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতারা।
সুনীতাদের পৃথিবীতে ফেরানোর বিষয় অবশ্য আশাবাদীই নাসা। তবে ঠিক কবে, কখন, কীভাবে ফিরিয়ে আনা হবে, সে সবের কোনও স্পষ্ট উত্তর মিলছে না৷ শুধু ইঙ্গিত মিলেছে, সবকিছু ঠিকঠাক থাকলে স্পেসএক্স-এর ড্রাগন ক্যাপসুলে পৃথিবীতে ফিরতে পারেন দুই মহাকাশচারী। সেক্ষেত্রে ফেরার সময়কাল হতে পারে আগামী বছর।
দু’মাসেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন দুই নভঃশ্চর। স্বাভাবিকভাবে যত দিন যাচ্ছে বিষয়টি নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক স্পেস সেন্টারে থাকাকালে বহু প্রতিকুলতার মধ্য দিয়ে যেতে হয় মহাকাশচারীদের। সময়ের ব্যাপক হেরফেরে নিত্যদিনের কাজকর্ম ছাড়াও ঘুমানো বা ঘুম থেকে ওঠার ক্ষেত্রেও নানাধরণের সমস্যার সম্মুখীন হন মহাকাশচারীরা।
সবথেকে বেশি ক্ষতির মুখে পড়তে পারে মহাকাশচারীদের পেশী। দুর্বল হতে পারে হাড়ও। প্রভাব পড়তে পারে দৃষ্টিশক্তিতেও।