Barak UpdatesHappeningsBreaking News
সুদেষ্ণা দাশগুপ্ত ঘোষ স্মরণে খেলমার স্কুলকে কম্পিউটার-প্রজেক্টার দান পরিবারের
ওয়ে টু বরাক, ৮ জুন ঃ সর্বভারতীয় ফেডারেশন শ্রীহট্ট সম্মেলনের সভানেত্রী কৃষ্ণা চৌধুরী দাশগুপ্তের মেয়ে সুদেষ্ণা দাশগুপ্ত ঘোষ অকালে প্রয়াত হয়েছেন। সুদেষ্ণার স্মৃতিতে সামাজিক কল্যাণ কামনায় কৃষ্ণা চৌধুরী দাশগুপ্ত ও তাঁর ছেলে ড. সব্যসাচী দাশগুপ্ত ব্যক্তিগতভাবে বরাক উপত্যকার কাছাড় জেলার রামনগর খেলমা গ্রামে একটি পরিকাঠামোগত দুর্বল ওয়াই এস মেমোরিয়াল হাইস্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষার সুবিধার্থে ৫টি কম্পিউটার ও একটি প্রজেক্টার বুধবার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করেন।
কিন্তু কৃষ্ণা চৌধুরী দাশগুপ্ত শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারায় অন্য একটি অনুষ্ঠানে শিলচর সফররত সর্বভারতীয় ফেডারেশন শ্রীহট্ট সম্মিলনীর বরিষ্ঠ কর্মকর্তা কলকাতা ও মুম্বই থেকে আসা শক্তিবিকাশ রায়, বিমল ভট্টাচার্য, স্থানীয় কার্যকর্তা সাধন পুরকায়স্থ সহ সত্যজ্যোতি দেব, সন্তোষ চন্দ, কিশোর ভট্টাচার্য ,মঞ্জুল দেব ও সৌম্যদীপ দেবরায়ের মাধ্যমে তাঁর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে স্কুল কর্তৃপক্ষের হাতে প্রদান করা হয়। স্কুলের প্রধান শিক্ষিকা জয়ন্তী ধর কম্পিউটার ও প্রজেক্টর গুলোর জন্য কৃষ্ণা চৌধুরী দাশগুপ্তের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই দানের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা অত্যাধুনিক কম্পিউটার শিক্ষায় লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।