Barak UpdatesHappeningsBreaking News
সুদীপ সরকারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, জানাল পুলিশ
ওয়েটুবরাক, ৯ ডিসেম্বরঃ দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ। মুখ্য অভিযুক্ত লোয়াইরপোয়া ব্লকের ইঞ্জিনিয়ার সুদীপ সরকারকে বৃহস্পতিবার থানায় তুলে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পার্থসারথি দাস জানান, তাকে গ্রেফতার করা না হলেও এই মামলায় তার ভূমিকার দিকে নজর রাখা হচ্ছে। তিনি আশাবাদী, শীঘ্রই অর্থ আত্মসাত মামলার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
সরকারি অন্য সূত্রে জানা গিয়েছে, সুদীপের কাছ থেকে আত্মসাতের পঞ্চাশ লক্ষ টাকা আদায়ের জন্যই তাকে এখন গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করলে তাকে আদালতে সোপর্দ করতে হবে, মামলা গড়াবে বছরের পর বছর। তাতে অর্থ উদ্ধার করা কবে কতটুকু সম্ভব, সে নিয়ে সন্দেহ রয়েছে।
অভিযোগ, বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কাজের পঞ্চাশ লক্ষ টাকা সুদীপ সরকার প্রথমে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করেন। পরে সেই টাকা অন্য অ্যাকাউন্টে সরিয়ে নেন। ওদিকে, ঠিকাদার কাজ করে টাকা পাচ্ছেন না। পরে ঠিকাদার বিধায়ক সিদ্দেক আহমেদকে জানান। তিনিই বিষয়টি পুলিশ ও জেলা প্রশাসনের নজরে নেন।