NE UpdatesHappeningsBreaking News
সুদীপ বর্মনের বাবা, প্রদ্যোৎকিশোরের মা ত্রিপুরা কংগ্রেসে এগজিকিউটিভ! সভাপতি বীরজিৎ
ওয়েটুবরাক, ২৪ সেপ্টেম্বর : নেতৃত্ব বদল হল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসে৷ নতুন সভাপতি প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিংহ৷ তাঁর এগজিকিউটিভ কমিটিতে রয়েছেন সমীররঞ্জন বর্মন এবং বিভুকুমারী দেবীও৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীররঞ্জন বিপ্লব বিরোধী বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনের পিতা৷ প্রাক্তন সাংসদ বিভু দেবী তিপরা মথা-র চেয়ারম্যান প্রদ্যোৎকিশোর দেববর্মনের মা৷
এর আগে পীযূষকান্তি বিশ্বাসকে সভাপতির দায়িত্ব দিলেও দেড় বছরে কমিটি গড়তে দেওয়া হয়নি৷ তৃণমূল নেত্রী সুস্মিতা দেব এ নিয়ে কিছুদিন আগেও কটাক্ষ করেছিলেন৷ আজ অবশ্য বীরজিৎ সিংহকে সভাপতির দায়িত্ব দিতে গিয়ে দেওয়া হয়েছে পূর্ণাঙ্গ কমিটিও৷ তাতে পাঁচজনকে কার্যবাহী সভাপতি নিযুক্ত করা হয়েছে৷ তাঁরা হলেন বিল্লাল মিঞা, মানিক দেব, সুশান্ত চক্রবর্তী, পূর্ণিতা চাকমা ও ডা. প্রদীপ বর্ধন৷ সঙ্গে রয়েছেন ১০ জন উপসভাপতি, ১৮ জন সাধারণ সম্পাদক, ২৯ জন সম্পাদক এবং কোষাধ্যক্ষ৷ ৩৫ জনকে করা হয়েছে কার্যবাহী সভাপতি৷ তাঁদের শীর্ষে রয়েছেন সমীররঞ্জন বর্মন, এর পরই ক্রমে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায়, বিভুকুমারী দেবী৷