Barak UpdatesHappeningsBreaking News

সুদর্শন গুপ্ত স্মরণে ইয়াসির মেধা পরীক্ষা ১৮ আগস্ট

ওয়েটুবরাক, ১০ আগস্টঃ ঘোষণা মতই সুদর্শন গুপ্ত স্মারক আন্তঃবিদ্যালয় মেধা পরীক্ষার আয়োজন করল ইয়ুথ অ্যাগেনস্ট সোশ্যাল ইভিলস তথা ইয়াসি। আগামী ১৮ আগস্ট দুই বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক-বিভাগে পঞ্চম থেকে সপ্তম এবং খ-বিভাগে অষ্টম থেকে দশম শ্রেণি।
বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক ও সমাজদরদী প্রয়াত সুদর্শন গুপ্তের স্মৃতিতে এই প্রতিযোগিতাকে সফল করে তুলতে এরই মধ্যে ইয়াসির কর্মকর্তারা শহরের বিভিন্ন বিদ্যালয়ে যোগাযোগ করেছেন। আগ্রহী প্রতিযোগীরা বিদ্যালয়প্রধানের কাছে অথবা সরাসরি ৯৫৩১২-৩৭৬০৯, ৮৮১২৯-১৭৭৪২, ৮৩৯৯০-৪৩৯৩৬ বা ৮৬৩৮৭-৩৩০২০ নম্বরে ফোন করে নাম নথিভুক্ত করাতে পারবে।
প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক বন্দিতা ত্রিবেদী রায় ও সহ-আহ্বায়ক ড. মনোজকুমার সিং জানিয়েছেন, পরীক্ষা হবে একশো প্রশ্নের। প্রতিটি এক নম্বরের। কোনও নেগেটিভ নম্বর নেই। ১৮ আগস্ট বেলা এগারোটায় পরীক্ষা শুরু হবে। তবে হলে ঢুকতে হবে সাড়ে দশটার মধ্যে।

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker