Barak UpdatesHappeningsBreaking News
সুদর্শন গুপ্তের শূন্যতা পূরণ হবার নয়, রাধামাধব কলেজের স্মৃতিচারণ সভায় ঘুরে-ফিরে এল এ-কথাই
ওয়ে টু বরাক, ১৭ জানুয়ারি : রাধামাধব কলেজের ইতিহাস বিভাগের প্রধান সুদর্শন গুপ্তের প্রয়াণে মঙ্গলবার রাধামাধব কলেজের অডিটরিয়ামে এক স্মৃতিচারণ সভা আয়োজিত হয়। শোকসভার শুরুতে প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতিচ্ছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি ও সদস্য সহ কলেজ অধ্যক্ষ ড. দেবাশিস রায়, আসাম কলেজ শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক ড. জয়ন্ত বরা, রাধামাধব কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী সহ কাছাড় জেলার বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের দু’শতাধিক জনগণ।
স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে আসাম কলেজ শিক্ষক সংস্থার সাধারণ সম্পাদক ড. জয়ন্ত বরা বলেন, সুদর্শন গুপ্তের অকাল প্রয়াণে সংস্থায় এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে যা পূরণ হবার নয়। কাছাড় কলেজের অধ্যাপক ড. জয়দীপ বিশ্বাস বলেন, সুদর্শন গুপ্তের মধ্যে ছিল অসাধারণ প্রতিভা। প্রতিটি ক্ষেত্রেই ছিলেন তিনি সফল ব্যক্তি। স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কলেজের ডোনার মেম্বার অংশুমান রায় সুদর্শনের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
সুদর্শনের সঙ্গে বিগত ২৫ বছরের সম্পর্কের বিভিন্ন বিষয় তুলে ধরেন জগন্নাথ সিং কলেজের ইতিহাস বিভাগের প্রধান তথা সুদর্শনের বন্ধু ড. গঙ্গেশ ভট্টাচার্য। ৫ জানুয়ারি হাসপাতালে ভর্তি হওয়ার পর গত ১০ দিন সুদর্শন কীভাবে জীবন যুদ্ধের লড়াই করেছিল, তা পাশে থেকে উপলব্ধি করার বর্ণনা করেন তিনি। স্মৃতিচারণ সভায় সুদর্শন গুপ্তের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ড. দীপঙ্কর কর, ড. অমলেন্দু ভট্টাচার্য, ড. অসীমা রায়, ড. চন্দন পাল চৌধুরী, ড. অপ্রতীম নাগ, সমাজসেবী দেবাশিস সোম সহ অন্যরা।
শোকসভার শেষে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।