Barak UpdatesHappeningsCultureSportsBreaking News

সুজিত দত্তগুপ্তকে কল্লোল সম্মাননা

ওয়েটুবরাক, ২৮ এপ্রিল : তিনি কোন ক্লাবের হয়ে খেলেছেন, কোন ক্লাবের কর্মকর্তা ছিলেন, সুজিতকুমার দত্তগুপ্তকে নিয়ে আলোচনায় সে সব প্রশ্ন কবেই গৌণ হয়ে গিয়েছে৷ তিনি গোটা বরাক উপত্যকার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব৷ তাঁকে এ বার কল্লোল সম্মাননা প্রদান করা হয়৷

শিলচরের কল্লোল সংঘের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এ বার তারা বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনদের বিশেষ সম্মাননা জানায়৷ ক্রীড়াক্ষেত্রে কল্লোল সম্মাননা লাভ করেন সুজিতকুমার দত্তগুপ্ত, দিলীপকুমার নন্দী এবং আশুতোষ রায়৷ দুই প্রবীণ ক্রীড়াব্যক্তিত্ব দিলীপকুমার নন্দী ও আশুতোষ রায় গত ৬ এপ্রিল মহাপঞ্চমীর সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সম্মাননা গ্রহণ করেন৷ শারীরিক অসুস্থতার দরুন যেতে পারেননি সুজিতবাবু৷ গতকাল বুধবার কল্লোল সংঘের বরিষ্ঠ কর্মকর্তারা তাঁর বাড়িতে গিয়ে তাঁর হাতে কল্লোল সম্মাননা তুলে দেন৷ ক্লাব সম্পাদক অতনু ভট্টাচার্য বলেন, “তাঁকে এই বিশেষ সম্মান তুলে দিতে পেরে আমরা সম্মানিত বোধ করছি৷” সুজিতবাবুও সম্মান-স্মারক হাতে নিয়ে সন্তোষ প্রকাশ করেন৷ অতনু ভট্টাচার্য ছাড়াও কল্লোল সংঘের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে ছিলেন সৌরভ তলাপাত্র, অজয় দে এবং মাখন পাল৷

৭৫ বছর পূর্তির বিশেষ কল্লোল সম্মাননা প্রদান করা হয়েছে দুই বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও কমলাক্ষ দে পুরকায়স্থ, লেখিকা ঝুমুর পান্ডে, নাট্যকার আশিস ভৌমিক, অভিনেত্রী রুমি রায়, ‘রাইজিং ইয়ুথ’-এর সম্পাদক পিনাক রায়, ‘এরা আমাদের’-এর সম্পাদক নারায়নী দেব ও সাংবাদিক উত্তমকুমার সাহাকে৷ দুই বিধায়ক সহ তাঁরা সবাই অবশ্য মহাপঞ্চমীর সন্ধ্যার অনুষ্ঠানে উপস্থিত হয়েই সম্মান-স্মারক গ্রহণ করেছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker