Barak UpdatesHappeningsCultureBreaking News

সুকুমার পাঠ প্রতিযোগিতা : বরাক বঙ্গ ও ডিএনএনকের যৌথ প্রয়াসে সাড়া

ওয়েটুবরাক, ১১ সেপ্টেম্বর : বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের শিলচর শহর আঞ্চলিক সমিতি এবং দীননাথ নবকিশোর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের যৌথ উদ্যোগে সুকুমার রায়ের মৃত্যুর শতবর্ষ পূর্তি উপলক্ষে ‘সুকুমার পাঠ’ প্রতিযোগিতা সোমবার অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ ড. অভিজিৎ সাহা। তাঁর স্বাগত ভাষণের পরই “শিশুসাহিত্য ও সুকুমার রায়” শীর্ষক বক্তব্য রাখেন নির্ধারিত বক্তা
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গৌতমপ্রসাদ দত্ত৷ সুকুমার রায়ের ‘সৎ পাত্র’ ও ‘একুশে আইন’ কবিতা দুটি আবৃত্তি করে শোনান রণধীর চক্রবর্তী৷
দুটি বিভাগে সুকুমার পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ লটারির মাধ্যমে উঠে আসা সুকুমার রায়ের গদ্যাংশ, পদ্য পাঠ করেন প্রতিযোগীরা৷ বড়দের বিভাগে প্রথম হয় অন্তরা চক্রবর্তী৷ দ্বিতীয় রিংকি কর্মকার৷ তৃতীয় স্থান অধিকার করে অবন্তিকা শীল৷ ছোটদের বিভাগে প্রথম পুরস্কার জয়ী হল সুনিতা সরকার৷ দ্বিতীয় পূজা দাস৷ তৃতীয় হয় সাগরিকা দেব৷
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বরাক বঙ্গের জেলা সম্পাদক ড. জয়ন্ত দেবরায় ও দীননাথ নবকিশোর বালিকা বিদ্যালয়ের শিক্ষক সন্দীপ দেব৷
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকুলচন্দ্র নাথ, হাসনা আরা শেলী, তাপসী দত্ত, সঞ্জয় দেবলস্কর ও উত্তমকুমার সাহা৷ দর্শক ছাত্রীদের মধ্যেও দুইজন নিজেদের প্রতিক্রিয়া প্রকাশ করে৷
প্রসঙ্গত, সুকুমার রায় প্রয়াত হন ১৯২৩ সালের ১০ সেপ্টেম্বর৷ কিন্তু এ বার ১০ সেপ্টেম্বর রবিবার থাকায় পরদিন তাঁর মৃত্যুর শতবার্ষিকী পালন করা হয়৷
অন্যদিকে, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের পক্ষ থেকে লোকসঙ্গীত শিল্পী ও গবেষক কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিনে শ্রদ্ধা জানানো হয়৷ সোমবার জনসংযোগ কার্যালয়ে আয়োজিত লোক সংহতি দিবসের অনুষ্ঠান স্থলে গিয়ে প্রখ্যাত শিল্পীর প্রতিকৃতিতে উত্তরীয় পরিয়ে দেন ড. জয়ন্ত দেবরায়৷ সঙ্গে ছিলেন গৌতমপ্রসাদ দত্ত, সঞ্জীব দেবলস্কর, সব্যসাচী পুরকায়স্থ ও উত্তমকুমার সাহা৷ উপস্থিত ছিলেন জনসংযোগ দফতরের ডেপুটি ডিরেক্টর দেবপ্রসাদ দেউরিও৷

Rananuj

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker