NE UpdatesHappeningsBreaking News
সুইডেন ফেরত মহিলার দেহে কোভিড সংক্রমণ, নতুন করে আতঙ্ক রাজ্যে
গুয়াহাটি, ২৩ ডিসেম্বর : ফের কোভিড নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে রাজ্যে। শুক্রবার সুইডেন থেকে গুয়াহাটি আসা এক মহিলার দেহে কোভিডের সংক্রমণ পাওয়া গেছে। তাকে বর্তমানে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার অভিজিৎ শর্মা জানিয়েছেন, প্রথমে র্যাপিড টেস্টে ওই মহিলার দেহের সংক্রমণ ধরা পড়ে। এরপর তার আরটিপিসিআর টেস্ট করা হয়। তাতেও দেখা যায় ওই মহিলা কোভিড আক্রান্ত। তবে তিনি কোভিডের নয়া রূপ JN 1-এ আক্রান্ত হয়েছেন কিনা তা জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মহিলার জিনোম পরীক্ষার পরই একমাত্র তা জানা সম্ভব।
এদিকে গত কিছুদিন ধরেই দেশে ফের ভ্রুকুটি দেখাতে শুরু করেছে কোভিড। কেরলে বেশ কয়েকজন নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, প্রতিটি রাজ্য সরকার কোভিড মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজের সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, এক মহিলার দেহের নতুন করে সংক্রমণ পাওয়া গেলেও ভীত হওয়ার কিছু নেই। তিনি সাধারণ মানুষকে মাস্ক পরতে ও কোভিডের নিয়মাবলী মেনে চলার পরামর্শ দিয়েছেন।