NE UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সীমা বিবাদ নিয়ে কেন্দ্র, আসাম ও মিজোরাম সরকারকে নোটিশ মানবাধিকার কমিশনের
২৩ আগস্ট : আসাম মিজোরাম সীমান্তে লায়লাপুরে গত জুলাই মাসে সংঘটিত ভয়ঙ্কর সংঘর্ষের ঘটনা নিয়ে কেন্দ্র আসাম ও মিজোরাম সরকারকে নোটিশ জারি করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ওই সময়ে গুরুতর মানব অধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
অসমের বাসিন্দা মোহাম্মদ ইনজামামুল হক এর অভিযোগের ভিত্তিতে মানবাধিকার কমিশন রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব এবং আসাম মিজোরাম এর মুখ্য সচিবকে আগামী চার সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করার জন্য নোটিশ জারি করেছে। শুনানি অনুসারে ‘এই মামলাটি মৃত এবং আহতদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। কমিশন এ ধরনের ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। এই পরিস্থিতিতে প্রথম নোটিশ পাঠানো হোক।’
সে অনুযায়ী নোটিশ জারি করা হয়েছে এবং বিষয়টি চার সপ্তাহ পর সম্পূর্ণভাবে কমিশনের সামনে তুলে ধরা হবে। উল্লেখ্য গত ২৬ জুলাই আসাম ও মিজোরামের মধ্যে সীমা বিবাদ নিয়ে হওয়া হিংসাত্মক সংঘর্ষে আসাম পুলিশের ৬ জন কর্মী ও জওয়ান প্রাণ হারান। এ ঘটনায় ৫০ জনের বেশি আহত হয়েছেন। এরপর দুই রাজ্যের মধ্যে বৈঠক হলেও পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক নয়। প্রায় সময়ই সীমা বিবাদ নিয়ে একাধিক ঘটনার খবর পাওয়া যাচ্ছে।