NE UpdatesHappeningsBreaking News

সীমা বিবাদ নিরসনে অসম-মেঘালয় বৈঠক, রিপোর্ট প্রকাশ

ওয়েটুবরাক, ৪ জানুয়ারি : অসম-মেঘালয় সীমা বিবাদ নিরসনের লক্ষ্যে সোমবার শিলঙে মন্ত্রী পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ও উপমুখ্যমন্ত্রী প্রিস্টিনা টিংসঙ তাতে উপস্থিত ছিলেন৷ অসম সরকারের পক্ষে ছিলেন জলসম্পদ ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজরিকা৷

অসমের কামরূপ মেট্রো এবং মেঘালয়ের রিভয় জেলার সীমা নিয়েই মূলত দুই রাজ্যের বিবাদ তীব্রতর৷ ওই সীমা পর্যবেক্ষণের জন্য উভয় সরকার আগেই যৌথ কমিটি গড়ে দিয়েছিল৷  সরেজমিনে পরিদর্শনের পর ওই যৌথ কমিটি যে রিপোর্ট তৈরি করে, তা সোমবারের বৈঠকে প্রকাশ করা হয় এবং পৃথক ভাবে তৈরি রিপোর্ট দুটি দুই রাজ্যের মন্ত্রীদের মধ্যে বিনিময় হয়৷ মুখ্যমন্ত্রী কনরাড সাংমার উপস্থিতিতে রিপোর্ট বিনিময় করেন পীযূষ হাজরিকা ও প্রিস্টিনা টিংসঙ৷

পরে পীযূষ বলেন, দুই রাজ্যের মুখ্যমন্ত্রীই এই সীমা বিবাদ নিরসনের ব্যাপারে আন্তরিক৷ তাই  আলোচনা ঠিক পথে এগোচ্ছে৷ অসমের অফিসাররা রিপোর্ট তৈরিতে সীমা সংলগ্ন এলাকার মানুষের মতামতে বিশেষ গুরুত্ব দিয়েছেন৷

মেঘালয়ের মুখ্যমন্ত্রী সাংমা আশাবাদী, শীঘ্র মুখ্যমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে এবং  সীমা বিবাদের নিষ্পত্তি ঘটবে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker