NE UpdatesHappeningsBreaking News
সীমাবিবাদ মেটাতে কেন্দ্র-রাজ্য উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে না, অভিযোগ এসইউসিআইর
১ নভেম্বরঃ: মিজোরাম-আসাম সীমাবিবাদকে কেন্দ্র করে উদ্ভূ্ত সংঘর্ষময় পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস৷ তিনি জানান, মিজোরাম-আসাম সীমাবিবাদের সমাধান করতে সংশ্লিষ্ট রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করায় অবস্থার দ্ৰুত অবনতি ঘটেছে। আসামের সীমার ভেতরে ধান কাটতে বাধা দেয়া, স্কুলের ক্ষতি সাধন করা এবং ট্ৰাক চালক ও সহকারী চালকদের মিজোরামে আটকে রাখা ইত্যাদি নানা অবাঞ্ছিত কাজকর্ম চালিয়ে যাওয়ার পরও কোনো সরকার সমস্যা সমাধানের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপ গ্ৰহণ করছে না।
সম্প্রতি দুই রাজ্যের পুলিশ আধিকারিক পর্যায়ে যে সভা অনুষ্ঠিত হয়, তা শুধু জনসাধারণের চোখে ধূলো দেওয়ার অপচেষ্টা মাত্র। আসাম-নাগাল্যান্ড, আসাম-অরুণাচল, আসাম- মেঘালয় সীমাবিবাদ দীৰ্ঘদিন ধরে চলছে৷ এর দরুন সংশ্লিষ্ট রাজ্যের জনসাধারণের মধ্যে ঐক্য ও সম্প্রীতি ধ্বংস হচ্ছে। সীমা বিবাদকে কেন্দ্র করে যে উত্তেজনাময় পরিবেশের সৃষ্টি হয়েছে তা প্রশমিত করার চেষ্টা না করে শাসকশ্রেণী ও সরকারগুলো জনসাধারণকে বিভক্ত করার ব্লুপ্রিন্ট হিসেবে তা কাজে লাগাচ্ছে৷ তাই দুই রাজ্যের জনসাধারণকে কায়েমী স্বার্থবাদীদের বিভাজনবাদী চক্রান্তে সাড়া না দিয়ে ঐক্য- সংহতি বজাই রাখতে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।