NE UpdatesBarak UpdatesHappenings

সীমান্ত পেরিয়ে গরু ও মাদক পাচার কমেছে, দাবি বিএসএফের

১ ডিসেম্বরঃ গত বছরের তুলনায় কাছাড়-মিজোরাম থেকে বাংলাদেশে গরু পাচার কমেছে, ৫৬-তম প্রতিষ্ঠা দিবসে এমনটাই দাবি বিএসএফের। কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল সুনীল কুমার পরিসংখ্যান তুলে ধরে বলেন, গত বছর ১৪৮টি গরু সীমান্তে ধরা পড়েছিল। এ বার সংখ্যাটি কমে দাঁড়ায় ১১৯। ধরা পড়েছে ৩৫ পাচারকারী। তাদের মধ্যে রয়েছে ৪ জন বাংলাদেশিও।

Rananuj

বিএসএফ আইজি বলেন, মাদক পাচার ঠেকাতেও বিএসএফ সতর্ক। চলতি বছরে কাছাড়-মিজোরামের সীমান্ত এলাকায় তাঁরা  ২ কোটি ৬২ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছেন। বাজেয়াপ্ত করা হয়েছে ১৫ গ্রাম হেরোইন, ৮৭.৪৯ গ্রাম ব্রাউন সুগার, ১৭২ কেজি গাঁজা এবং ১ হাজার ৮৭৯ বোতল বিলাতি মদ।

ভারত-পাক যুদ্ধের ঠিক পরে ১৯৬৫ সালের ১ ডিসেম্বর সীমান্ত প্রহরার বিশেষ বাহিনী হিসাবে বিএসএফের জন্ম হয়৷ ২৫টি ব্যাটেলিয়ন নিয়ে যাত্রা শুরু করেছিল৷ এখন দেশের বিভিন্ন সীমান্তে মোট ১৯২টি ব্যাটেলিয়ন নিজেদের দায়িত্ব পালন করে চলেছে৷

কাছাড়-মিজোরাম ফ্রন্টিয়ার সীমান্ত প্রহরা ছাড়াও নাগাল্যান্ড, মণিপুরে জঙ্গিদমন অভিযানেও নিয়োজিত রয়েছে৷ মণিপুরে একই সঙ্গে ক্যাপিটেল কমপ্লেক্স ও হাইকোর্টে প্রহরার দায়িত্বও এরাই পালন করছেন৷

আইজি সুনীল কুমার জানিয়েছেন, আগ্নেয়াস্ত্র উদ্ধারেও তাদের সাফল্য মিলেছে৷ ২৯টি একে সিরিজের রাইফেল, ১টি কার্বাইন, ২৮টি ম্যাগাজিন এবং প্রচুর কার্তুজ বাজেয়াপ্ত করেছে‌ন৷ তিনি বিএসএফের নানা সামাজিক কর্মেরও উল্লেখ করেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker