India & World UpdatesHappeningsBreaking News
সীমান্তে পাক সেনার মর্টার হামলা, শহিদ ৩ জওয়ান
১ অক্টোবর : আবারও রক্ত ঝরল সীমান্তে। পাক সেনার অতর্কিত হামলায় শহিদ হয়েছেন ৩ জওয়ান। গুরুতর জখম হন আরও ৫ জন। নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাক সেনা। আর তাতেই শহিদ হন তিনজন। অবশ্য পাল্টা গুলি ছোড়ে ভারতীয় সেনাও। তবে পাকিস্তানের কোনও সেনা এতে হতাহত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। এ দিন সকালে পাকিস্তানের তরফে মর্টার শেলিং হয় এই এলাকায়। জখম জওয়ানদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়। সেখানেই তাঁরা চিকিত্সাধীন রয়েছেন।
সেনা সূত্রের খবর, এ দিন সকালে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় নওগাম সেক্টরে আচমকাই মর্টার শেলিং শুরু করে পাক সেনা। তাঁদের জবাব দেওয়ার আগেই ঘটনাস্থলে শহিদ হন ২ জন জওয়ান। আহত হন ৪ জন জওয়ান। তাঁদের তড়িঘড়ি সংঘর্ষের এলাকা থেকে সরিয়ে এনে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁদের চিকিত্সা হচ্ছে। যদিও পাক সেনার পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনীও। তবে তাঁরা গা ঢাকা দেয়।
এদিকে আবার একই দিনে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ সেক্টরেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাক সেনা। সেখানে আবার শহিদ হয়েছেন এক জওয়ান এবং জখম একজন। সেখানেও তাঁদের ওপর পাল্টা হামলা চালালে তাঁরা পালিয়ে যায়। ইতিমধ্যেই আহত জওয়ানকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এই প্রসঙ্গে ভারতীয় সেনার পক্ষ থেকে বিবৃতি হয়েছে, এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে পাকিস্তানকে।