NE UpdatesHappeningsBreaking News

সীমানায় মোতায়েনের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মিজোরামেও

৫ নভেম্বর: শুধু আসামে নয়, সীমানা বিবাদের দরুন কেন্দ্র মিজোরামেও অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছে৷ বৃহস্পতিবার মিজোরাম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের এক প্রতিনিধি দল কলাশিবের জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন৷ তখনই জেলাশাসক ড. লালথলাংলিয়ানা সাংবাদিক সংস্থার প্রতিনিধিদের অতিরিক্ত বাহিনীর কথা জানান৷ তিনি বলেন, আন্তর্জাতিক সীমান্তের জন্য নয়, এখন তিন কোম্পানি বিএসএফ আসছে রাজ্য সীমান্ত সুরক্ষার জন্য৷

Rananuj

তিনি জানান, কলাশিব পৌঁছানোর পর আধা সামরিক বাহিনীর জওয়ানদের যেখানে রাখা হবে, সেটি কোয়রান্টাইন সেন্টার হিসেবে ঘোষিত হবে৷ জওয়ানদের সকলের কোভিড টেস্টও করা হবে৷ দাঁড়িয়ে পড়া যানবাহন প্রসঙ্গে জেলাশাসক শোনান, কলাশিব ও ভাইরেংটির মধ্যে শতাধিক গাড়ি আটকে রয়েছে৷ সে সবের চালক-খালাসিদের দিকে খেয়াল রাখা হচ্ছে৷

যতদিন অর্থনৈতিক অবরোধ না উঠছে, ততদিন যেন মানুষ কেনাকাটায় সংযমী হন, সে ব্যাপারে সচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিক সংস্থার প্রতিনিধি দলটিকে অনুরোধ জানান জেলাশাসক৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker