NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

সীতার সতীত্ব পরীক্ষার মতোই বাঙালিরা নাগরিকত্বের প্রমাণ দিয়েছেন, বললেন হিমন্ত

ওয়েটুবরাক, ২৪ আগস্ট: সিএএ কার্যকর হলে ২০ লক্ষ হিন্দু বাংলাদেশি অসমে এসে আশ্রয় নেবে বলে এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল আসু এবং লুরিনজ্যোতির দল৷ এখন দেখা যায়, সিএএতে আবেদন করেছেন মাত্র ৬জন৷ ধীরে ধীরে আবেদনকারীর সংখ্যা বাড়লেও তা কোনওমতে ২০০০০ ছাড়াবে বলে মনে করেন না মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, বাংলাদেশি হিন্দুরা জন্মভূমি ছাড়তে নারাজ৷ তাঁরা আগে যখন আসেননি, এখন লড়াই করেই সেখানে বসবাস করতে চান৷ বরং মুসলমানরা ভারতে প্রবেশ করছে, সে ব্যাপারে তিনদিন ধরেই মন্তব্য করে চলেছেন৷ শনিবারও বলেন, গত কয়েকদিনে ৩৫ জন বাংলাদেশিকে ধরা হয়েছে, সবাই মুসলমান৷

২০১৪ সালের আগে আসা হিন্দু বাঙালিদের অভয় দিয়ে তিনি বলেন, সিএএ হয়ে গিয়েছে৷ এনআরসিতে নাম থাকার পরও বায়োমেট্রিকের জন্য যাদের আধার আটকে রয়েছে, তাদের শীঘ্রই আধার কার্ড মিলবে৷ এ ছাড়া, নতুন করে হিন্দু বাঙালিদের নামে বিদেশি নোটিশ যাবে না৷

হিমন্ত আসু-অজাপকে একহাত নিয়ে বলেন, এরা বাঙালিদের ওপর প্রশ্নচিহ্ন বসানোর চেষ্টা করে চলেছে৷ একে তিনি ষড়যন্ত্রেরই অংশ বলে উল্লেখ করেন৷  হিমন্ত দাবি করেন, সীতার অগ্নিপরীক্ষার মতো বাঙালিরা বারবার প্রমাণ করেছে, তাঁরা অসমের নাগরিক৷ অথচ কোনও কারণ ছাড়াই তাদের কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা চলে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker