India & World UpdatesHappeningsBreaking News
সিরিয়া-তুরস্কের ভূকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮০০০
ওয়েটুবরাক, ৮ ফেব্রুয়ারি : তুরস্ক ও সিরিয়ায় সোমবার-মঙ্গলবারের একের পর এক ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হিসেবে আট হাজার মৃতদেহ উদ্ধার হয়েছে এ পর্যন্ত৷ আহতদের সংখ্যা হিসেবের বাইরে। দু’দেশ মিলিয়ে কমপক্ষে ২ কোটি ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত, যার মধ্যে রয়েছে অন্তত ১৪ লক্ষ শিশু। রাতারাতি গৃহহীনরা জড়ো হচ্ছেন অস্থায়ী আস্তানায়। প্রবল শীতে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের হাতায় প্রদেশ। ১০টি শহরকে বিপর্যস্ত হিসেবে ঘোষণা করা হয়েছে। এই সমস্ত এলাকায় আগামী তিন মাস জারি থাকবে নিরাপত্তা ব্যবস্থা। সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোয়ান। বিশ্বের ৭০টি দেশ তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছে। তবে সামগ্রীর থেকেও বেশি প্রয়োজন অর্থ সাহায্যের, জানিয়েছেন বিপর্যয় মোকাবিলা বিশারদ। বিশ্বের ৭০টি দেশ ইতিমধ্যে তুরস্কের পাশে এসে দাঁড়িয়েছে। বুধবার সকালে ভারত থেকে প্রথম সদস্য দল ওষুধ, প্রশিক্ষিত কুকুর-সহ প্রয়োজনীয় উপকরণ নিয়ে তুরস্কে পৌঁছেছে৷