Barak UpdatesHappeningsBreaking News
সিরাজুল আলি স্কুলে কর্মশালায় ফোক আর্ট শেখাচ্ছে গ্রুপ অব কালার্স
ওয়ে টু বরাক, ১৮ জুলাই : বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বড়যাত্রাপুরে সিরাজুল আলি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার ১০ দিনের গ্রীষ্মকালীন কর্মশালার উদ্বোধন হয়েছে। ফোক আর্টের উপর এই কর্মশালা আগামী ২৬ জুলাই পর্যন্ত চলবে। বরাক উপত্যকার চিত্রকলা বিষয়ক সংগঠন দ্য গ্রুপ অব কালার্সকে ১০ দিনের এই কর্মশালার দায়িত্ব দেওয়া হয়। এই কর্মশালায় প্রশিক্ষক রয়েছেন সংস্থার সম্পাদক গৌরশঙ্কর নাথ।
এ দিন উদ্বোধন অনুষ্ঠানে এই স্কুলের
একাডেমিক ইনচার্জ মেহজাবিন চৌধুরী, সহকারী শিক্ষক গোবিন্দ লাল চক্রবর্তী, শিক্ষিকা লিপিকা ভট্টাচার্য, শিক্ষক কবীর আহমদ বড়ভূইয়া, শিক্ষক জাহিদ হাসান লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
তাঁরা প্রথমে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন। তারপর তাদেরকে উত্তরীয় দিয়ে সংস্থার সম্পাদক গৌরশঙ্কর নাথ বরণ করে নেন। তারপর সবাই কর্মশালা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। গৌরশঙ্কর বলেন, এই কর্মশালায় ৩০ জন ছাত্রছাত্রী যোগদান করেছে। তাদের প্রতিদিন ফোক আর্ট শেখানো হবে।