Barak UpdatesHappenings
সিভিল হাসপাতালে শিশুর জন্য স্তন্যপানের জায়গার ব্যবস্থা ইনার হুইল ক্লাবের
ওয়ে টু বরাক, ৩ অক্টোবর : শিলচর সিভিল হাসপাতালে শিশু ও মায়েদের জন্য একটি ব্রেস্ট ফিডিং কিওক্স-এর যাত্রা শুরু হলো। এই ইউনিটটির ব্যবস্থাপনায় ছিল শিলচরের ইনার হুইল ক্লাব। সোমবার এর উদ্বোধন করেন শিলচর সিভিল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ অরুণ দেবনাথ। সঙ্গে ছিলেন আইএপি প্রেসিডেন্ট ডাঃ সীতাংশু দাম, ডাঃ প্রিয়ঙ্কা দেব, ইনার হুইল ক্লাবের পক্ষে ডিস্ট্রিক্ট ৩২৪-এর ভাইস চেয়ারম্যান অনিন্দিতা দে প্রমুখ। এছাড়া সিভিল হাসপাতালের অনেক চিকিৎসক ও ইনার হুইল ক্লাবের সদস্যারা অংশ নেন।
মা ও শিশুদের জন্য ইনার হুইল ক্লাব বহুদিন ধরে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি করে যাচ্ছে। বিশেষ করে সিভিল হাসপাতালে শিশুদের স্তন্যপান করানোর জন্য একটি উপযুক্ত স্থানের খুব প্রয়োজন ছিল। কারণ বাইরে যেখানে সেখানে শিশুদের স্তন্যপান করাতে মায়েরা যেমন অস্বস্তি অনুভব করেন, ঠিক তেমনি তা স্বাস্থ্যপ্রদও নয়। এর জন্যই ইনার হুইল ক্লাব এ ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছিল। অবশেষে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আবেদনে সাড়া দেওয়ায় এই প্রয়াস বাস্তবে রূপ পেয়েছে।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক মহুল মিত্র, সুস্মিতা চৌধুরী, সঙ্গীতা বণিক, অঙ্কিতা ঘোষ, শম্পা বণিক, অঞ্জু পাটোয়া, মধুপর্ণা বসাক প্রমুখ। এছাড়াও অন্য ক্লাবের সদস্যরাও এই উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন। পরে ক্লাবের কর্মকর্তারা জানান, শিলচর শহরের অন্য কোনও স্থানে এভাবে শিশুকে মাতৃদুগ্ধ পান করানোর জায়গার বন্দোবস্ত করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।