Barak UpdatesHappeningsBreaking News
সিবিআই অফিসার সেজে করিমগঞ্জ শ্রীঘরে দুই যুবক
ওয়েটুবরাক, ১৯ আগস্ট: সিবিআই অফিসার সেজে দুই লক্ষ টাকা দাবি করে ধরা পড়ল দুই যুবক৷
অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস জানিয়েছেন, ধৃত দুই যুবকের নাম দিলোয়ার হোসেন ও রশিদ আহমেদ৷ দিলোয়ারের বাড়ি রাতাবাড়িতে৷ রশিদ পাথারকান্দির বাসিন্দা৷ এরা সিবিআই অফিসার পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানায়৷ হুমকি-ধমকিও দেয়৷ পরে সব মিটমাট করে দেবে বলে দুই লক্ষ টাকা দাবি করে৷
ব্যবসায়ীর কাছে সন্দেহজনক ঠেকায় তিনি লিখিত এজাহার দেন৷ পরে অতিরিক্ত পুলিশ সুপার নিজে তদন্তে নামেন৷ এরা যে মোবাইল ব্যবহার করে কথা বলছিল, সেই মোবাইল সেটের লোকেশন বার করে প্রথমে রাতাবাড়ির ছাগীখাউড়ি থেকে দিলোয়ারকে ধরা হয়৷ জিজ্ঞাসাবাদে সে রশিদের কথা জানায়৷ বলে, তার মোবাইল নিয়ে রশিদই সব কথা বলেছে৷ পরে দিলোয়ারকে দিয়েই রশিদকে পাথারকান্দির চেরাগীতে ডেকে আনা হয়৷ দুজনকেই গ্রেফতার করে শুক্রবার আদালতে তোলা হলে বিচারকের নির্দেশে করিমগঞ্জ সেন্ট্রাল জেলে পাঠিয়ে দেওয়া হয়৷