Barak UpdatesHappeningsBreaking News

সিপিএমের জেলা সম্পাদক দুলাল মিত্রই, ফেব্রুয়ারিতে শিলচরে রাজ্য সম্মেলন

ওয়েটুবরাক, ১৯ ডিসেম্বর : সিপিএমের কাছাড় জেলা কমিটির সম্পাদক পদে আইনজীবী দুলাল মিত্র সর্বসম্মতিক্রমে পুনর্নির্বাচিত হয়েছেন৷ শ্রীকোণা ডেইলি বাজারের বীরেশ মিশ্র ভবনে দুদিন ব্যাপী জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়৷ আজ রবিবার সম্মেলন শেষে দুলালবাবু সাংবাদিকদের বলেন, দলের নেতৃত্বে নতুন মুখ তুলে আনার ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে৷ তাই চূণীলাল ভট্টাচার্য সহ ৭৫-ঊর্ধ্ব ৫ জনকে সংবর্ধনা জানিয়ে বিদায় দেওয়া হয়৷ ২০ জনের নতুন কমিটিতে ষাটোর্ধ্ব মাত্র ৩ জন৷ দুলাল মিত্র, সমীরণ আচার্য ও বিদ্যুৎ দেব৷ দুইজন রয়েছেন ৪০-র কোঠায়৷

Rananuj

১১৮ প্রতিনিধির উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, সিপিএমের নেতা-কর্মীরা আরও বেশি করে মানুষের কাছে যাবেন৷ গণদাবি নিয়ে কথা বলবেন৷ সোশ্যাল মিডিয়াকে ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়৷ এরই মধ্যে তাঁরা একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করেছেন৷ এই ধরনের আরও গ্রুপ করে বেশি করে মানুষের সঙ্গে মত বিনিময় করবেন৷

দুলাল মিত্র জানিয়েছেন, সিপিএমের আসাম রাজ্য সম্মেলন এ বার শিলচরের রাজীবভবনে অনুষ্ঠিত হবে৷ আগামী ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি৷ রাজ্য পর্যবেক্ষক হিসাবে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উপস্থিত থাকবেন৷ কেন্দ্রীয় সমিতি থেকেও আসতে পারেন দুই-একজন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker