Barak UpdatesHappeningsBreaking News
সিদ্ধান্ত বদল, কোভিড টেস্ট করাতে রাজি হাইলাকান্দির পুরোহিতরা
১৮ অক্টোবর : কোভিড টেস্ট করাতে প্রথমে আপত্তি ছিল। কিন্তু এ বার সেই আপত্তি কাটিয়ে টেস্টে রাজি হয়েছেন হাইলাকান্দির পুরোহিতরা। ফলে জেলায় পুজোর আচার অনুষ্ঠান নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, তা আপাতত কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। হাইলাকান্দি পুরোহিত মণ্ডলী জানিয়ে দিয়েছেন, চতুর্থী বা পঞ্চমী যে কোনও দিনই তাঁরা কোভিড টেস্ট করাতে প্রস্তুত রয়েছেন।
শহরের আশ্রম রোডের শ্রীশ্রী ভৈরববাড়ি প্রাঙ্গণে এক সভার মাধ্যমে পুরোহিতরা এ সিদ্ধান্ত নেন। মণ্ডলীর সভাপতি শম্ভু ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই জরুরি সভায় পুরোহিতরা জানান, রাজ্য সরকারের এসওপি অনুযায়ী হাইলাকান্দির পুরোহিতরা কোভিড টেস্ট করানোর পরই পুজোয় অংশ নেবেন। করোনা ভাইরাস প্রতিরোধে সবধরনের সাবধানতা অবলম্বন করতেও তাঁদের আপত্তি নেই।
মণ্ডলীর এক কর্মকর্তা জানিয়েছেন, জেলা প্রশাসনকে সহযোগিতায় তাঁরা রাজি রয়েছেন। এমনকি প্রশাসনের নির্দিষ্ট করে দেওয়া কোভিড সেন্টারগুলোতে পুরোহিত, তাঁর সহযোগী ও রাঁধুনিরা কোভিড টেস্ট করাবেন। প্রসঙ্গত, একদিন আগেই হাইলাকান্দির পুরোহিতরা বলেছিলেন, কোভিড টেস্ট করিয়ে তাঁরা পুজোতে বসবেন না। অন্যদিকে, গুয়াহাটিতে শনিবার সাংবাদিক বৈঠক করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুরোহিতদের কোভিড টেস্ট করাতেই হবে। তা না হলে একজন পুরোহিতের থেকে ভক্তদের মধ্যে সংক্রমণ ছড়াতে পারে। তবে পুরোহিতরা প্রয়োজনে পঞ্চমীতে টেস্ট না করে চতুর্থীতেও তা করাতে পারবেন।