Barak UpdatesHappeningsBreaking News
সিএএ-র সুবিধা নিতে আহ্বান, বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে কাটিগড়ায় সচেতনতা সভা
ওয়েটুবরাক, ৭ জানুয়ারি: বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম কাছাড় জেলা কমিটির উদ্যোগে কাটিগড়া সেলিমাবাদ দুর্গামন্দিরে এক বিশেষ সচেতনতা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ হরিচরণ দাস।
প্রধান আলোচ্য বিষয় ছিল ২০১৯ সালের নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং এর মাধ্যমে নাগরিকত্ব অর্জনের জন্য প্রয়োজনীয় নথিপত্র ও যোগ্যতার বিস্তারিত বিবরণ। সভায় উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি এবং বিশিষ্ট আইনজীবী শান্তনু নায়েক, পশ্চিম কাছাড় জেলা কমিটির সভাপতি বিধু ভূষণ দে, আইনজীবী ধর্মানন্দ দেব, সমাজকর্মী ভূপেন্দ্র বৈষ্ণব, সহকার ভারতীর রাজ্য সম্পাদক জয়দীপ দত্ত, শিক্ষাবিদ সুধন দাস ও নগেন্দ্র চন্দ্র দাস প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, এই আইনটি ভারতের নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়ের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব প্রদানের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। নাগরিকত্ব লাভের ক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র যেমন জন্ম নিবন্ধন, ভোটার তালিকা, শিক্ষা সংক্রান্ত নথি প্রভৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
আইনজীবী ধর্মানন্দ দেব বলেন, “ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও, এই আইনটি নির্যাতিত শরণার্থীদের জন্য সুবিচার প্রদানের প্রতিশ্রুতি দেয়। প্রতিটি যোগ্য নাগরিকের উচিত এই আইনের সুযোগ গ্রহণ করে নাগরিকত্বের জন্য আবেদন করা।”
ভিএইচপি দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক বলেন, “সিএএ শুধুমাত্র নির্যাতিত শরণার্থীদের সুরক্ষা দিচ্ছে না, বরং তাদের একটি সম্মানজনক জীবনের অধিকার প্রদান করছে। যারা এই আইনের মাধ্যমে নাগরিকত্ব লাভে ইচ্ছুক, তাদের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে শীঘ্রই আবেদন করা উচিত।”
উক্ত সভায় কাটিগড়া বিধানসভা অঞ্চলের সলিমাবাদ, নরপতি, জাবদা, মহাদেবপুর, হিলুয়াটিলা, খেলমা, কান্দিগ্রাম, করচউরা, তালকর বিল, ফৈচকা, সৈদপুর, লেভারপুতা, সরসপুর, ইত্যাদি অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক মানুষ সভায় উপস্থিত ছিলেন।