NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
সিএএ বিরোধী আন্দোলনের প্রতিবাদে সরব সিআরপিসিসি
ওয়েটুবরাক, ১৮ আগস্ট : আসু সহ বিভিন্ন উগ্র-প্রাদেশিকতাবাদী সংগঠন নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে রাজ্যে নতুন করে যে আন্দোলন শুরু করেছে, এতে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতি, আসাম। তারা বলেন, উগ্র-প্রাদেশিকতাবাদী সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে রাজ্যের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের পুনরায় বোঝা হিসেবে চিহ্নিত করেছেন। অথচ আসামের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বিকাশে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের বিশাল অবদান রয়েছে। উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির আন্দোলনের সাথে রাজ্যের সাধারণ জনগণের স্বার্থের কোনও সম্পর্ক নেই।
তারা বলেন, নাগরিকত্ব সংশোধনী বিল সংসদে পাশ করা হলেও এর রুলস আজ পর্যন্ত কেন্দ্র সরকার তৈরি করেনি৷ ফলে যাদের নাগরিকত্ব প্রদানের কথা বলে বিল পাশ করা হয়েছিল, তাদেরকে গোটা উত্তর পূর্ব ভারতে টার্গেট করা হচ্ছে। শুধু তাই নয়, উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির অঙ্গুলি হেলনে এনআরসি কর্তৃপক্ষ রাজ্যের ২৮ লক্ষ ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘু মানুষের আধার কার্ড প্রদানে বাধার সৃষ্টি করেছে, যেখানে ৮ লক্ষ মানুষের নাম এনআরসি’র চূড়ান্ত তালিকায় রয়েছে। কেন্দ্র সরকারের তহবিল থেকে জনগণের করের ১৬০০ কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যে এনআরসি’র তালিকা তৈরি করা হয়েছিল তাকে কার্যত অস্বীকার করা হচ্ছে উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তকে বাস্তবায়িত করার লক্ষ্যে। অন্যদিকে, রাজ্যের ১৯ লক্ষ এনআরসি-ছুট নাগরিকদের ‘রিজেকশন স্লিপ’ না দিয়ে তাদের আইনি লড়াই থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের নাগরিক অধিকার থেকেও বঞ্চিত হচ্ছেন।
সিআরপিসিসির পক্ষ থেকে আরও বলা হয়, এই আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে আসাম চুক্তির ৬ নং ধারা রাজ্যে বলবৎ করার দুরভিসন্ধিকে বাস্তবায়িত করে ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সাংবিধানিক অধিকার সংকুচিত করা। উগ্র-প্রাদেশিকতাবাদী শক্তির কুচক্রান্তকে প্রতিহত করতে জাতি -ধর্ম – ভাষা নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে৷