Barak UpdatesHappeningsBreaking News
সিএএ নাগরিকত্ব দেওয়া নয়, কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, বলল সিআরপিসিসি
ওয়েটুবরাক, ১৪ মার্চ : সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) নাগরিকত্ব দেওয়া নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়ারই ষড়যন্ত্র হয়েছে। অসহায় মানুষগুলিকে বিভ্রান্তিতে রাখাই এই সরকারের উদ্দেশ্য। এমনই মন্তব্যই করলেন নাগরিক অধিকার রক্ষা সমন্বয় সমিতির কর্মকর্তারা।
এই আইনের বিধির তফশিল ১(ক)-তে বলা হয়েছে, আবেদনকারী যে দেশ থেকে এসেছেন, সে দেশের একটি নথি জমা করা বাধ্যতামূলক। সভাপতি তপোধীর ভট্টাচার্য ও সম্পাদক প্রধান সাধন পুরকায়স্থ বলেন, ষাট-সত্তর বছর আগে দেশ ছেড়ে মানুষদের পক্ষে সে দেশের কোনও নথি সংগ্রহ করা একেবারেই অসম্ভব। কেউ তা দেখাতে পারলেও ওই নথি প্রদানের সঙ্গে সঙ্গে আবেদনকারী নিজেকে বিদেশি বলে তুলে ধরলেন। পরবর্তীতে কতদিনের মধ্যে নাগরিকত্ব প্রদান করা হবে, এর উল্লেখ না থাকায় পুলিশ তাঁকে প্রচলিত আইনেই বিদেশি হিসেবে ধরে নিয়ে যেতে পারে, ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিতে পারে। তাই তাঁদের দাবি, দেশভাগের বলি সবাইকে নিঃশর্ত নাগরিকত্ব প্রদান করা হোক।
সাধনবাবু নাগরিকত্বের আবেদনের সময় সবাইকে সতর্ক থাকতে পরামর্শ দেন।
সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে মতবিনিময় করেন কিশোর ভট্টাচার্য, অজয় রায়, হিল্লোল ভট্টাচার্য, আলি রেজা ওসমানি, আব্দুল হাই লস্কর, সমীরণ চৌধুরী প্রমুখ৷