Barak UpdatesHappeningsBreaking News
সিএএতে নাগরিকত্ব পাচ্ছেন শিলচরের একজন, প্রতিক্রিয়া আসু-অজাপর
ওয়েটুবরাক, ১৫ আগস্টঃ নাগরিকত্ব সংশোধনী আইনে (সিএএ) নাগরিকত্ব পেতে চলেছেন অসমের শিলচর শহরের এক ব্যক্তি। ধর্মীয় নির্যাতনের দরুন বাংলাদেশের সিলেট থেকে ১৯৮৮ সালে তিনি এখানে আসেন, এই কথা স্বীকার করেই আবেদন পত্র জমা করেছিলেন। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে আবেদনকারীকে তাঁর আবেদন মঞ্জুরের কথা জানানো হয়। গুয়াহাটির রিজিয়নাল পাসপোর্ট অফিস থেকে তাঁর নাগরিকত্বের প্রমাণপত্র সংগ্রহ করতে বলা হয়েছে। তা সংগ্রহের পর তিনিই হবেন সিএএ-তে নাগরিকত্ব পাওয়া উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ব্যক্তি।
তাঁর নাগরিকত্ব প্রাপ্তির খবর প্রকাশ্যে আসতেই অসমিয়া জাতীয়তাবাদী দলগুলি সরব হয়ে উঠেছে৷ আসু তাতে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করে। অসম জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈ বলেন, সবে শুরু মাত্র। ধীরে ধীরে তা এক থেকে অসংখ্যে পরিণত হবে। এ জন্য বিজেপিকে দোষারোপ করেন তিনি। তাঁর অভিযোগ, ভোটের স্বার্থে গেরুয়া দলটি অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব প্রদান করছে। একদিন নিজের রাজ্যে অসমিয়াদের সংখ্যালঘুতে পরিণত হতে হবে বলে আশঙ্কা প্রকাশ করেন লুরিনজ্যোতি। তাঁর আক্ষেপ, ৩৯ বছর আগে যে দিনটিতে অসম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সে দিনেই অনুপ্রবেশকারীকেও অসমের নাগরিক বলে ঘোষণা করা হল।