Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
সিএএঃ ভীতি না ছড়াতে বললেন রাজদীপ রায়
ওয়েটুবরাক, ১৪ মার্চঃ “সিএএ নিয়ে অহেতুক এক ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা চলছে। নানাভাবে মানুষদের ভয় দেখানো হচ্ছে।” এই অভিযোগ এনে শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় বলেন, “কেউ ভয় পাবেন না। আমি অভয় দিচ্ছি, সিএএ বিধিতে আশঙ্কা-আতঙ্কের কিছু নেই। বিদেশি লিখিয়ে ধরে নেওয়ার জন্য দীর্ঘ সংগ্রাম করে সিএএ প্রণয়ন করা হয়নি।” তাঁর কথায়, আবেদনকারীমাত্রেই বিদেশি হবেন, সেজন্যই নাগরিকত্ব চাইবেন। নিজেদের বিদেশি বলায় তাদের সবাইকে গ্রেফতার করা হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, এমন বক্তব্য একেবারেই যুক্তিহীন। রাজদীপ গ্যারান্টির সঙ্গে বলেন, বিদেশি লিখলেও আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আবেদনকারী স্থিতাবস্থায় থাকবেন, অর্থাৎ যে অবস্থায় রয়েছেন, তেমনই থাকবেন। এ ছাড়া, জেলা পর্যায়ে কেউ ন্যায় পাননি বলে মনে করলে কেন্দ্রীয় স্তরের কমিটির কাছে আপিল জানাতে পারবেন।
তবে রাজদীপ রায় স্বীকার করেন, বিধিতে কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে। সে জন্য দল আইনি দিকগুলি ভালভাবে খতিয়ে দেখছে। শীঘ্রই দলের তরফে সরকারকে এ ব্যাপারে দাবি ও পরামর্শ প্রদান করা হবে।