Barak UpdatesHappeningsBreaking News
সিইউইটি-র বাংলা পরীক্ষা শিলচরেই হবে, তারিখ বদলে ২৯ মে
ওয়েটুবরাক, ২৩ মেঃ গণক্ষোভের প্রেক্ষিতে সিইউইটির বাংলা ও পরিবেশ বিদ্যা বিভাগের পরীক্ষা শিলচরেই করার সিদ্ধান্ত জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। তবে ২৪ মের পরিবর্তে এখন এই পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৯ মে। এজেন্সির সিনিয়র ডিরেক্টর ড. সাধনা পরাশর জানিয়েছেন, তাঁদের জন্য পৃথক অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। পরীক্ষা হবে কাগজে-কলমে ওএমআর পদ্ধতিতে।
এক প্রেসবার্তায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানায়, যারা ২৪ মে পরীক্ষায় বসার জন্য ইতিমধ্যেই পূর্ব নির্ধারিত পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হয়েছেন, ইচ্ছা করলে তাঁরা সেখানেও পরীক্ষায় বসতে পারেন।
নানা পরিসংখ্যান তুলে ধরে সিনিয়র ডিরেক্টর পরাশর বলেন, ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি প্রবেশিকা পরীক্ষা নিচ্ছে। দেশে-বিদেশে মোট ৩৭৯টি শহরে এই পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বিদেশের ২৬ শহরও। মোট পরীক্ষার্থী ১৩ লক্ষ ৪৮ হাজার। কিন্তু শিলচরের বাংলা ও পরিবেশ বিদ্যা পরীক্ষা অন্যত্র নেওয়ার সিদ্ধান্তের দরুন এলাকা জুড়ে ক্ষোভ দেখা দেয়। ছাত্রদের সুবিধার কথা বিবেচনা করে তাঁরা পুরনো সিদ্ধান্তে পরিবর্তন আনেন। তিনি স্পষট বলেন, ২৪ মের পরীক্ষা দুটি ২৯ মে শিলচরে অনুষ্ঠিত হবে। তবে শিলচরের কোন কেন্দ্রে কারা বসবেন, তা নতুন অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকবে। ওই কার্ড শীঘ্র ইস্যু করা হবে। তিনি এও স্পষ্ট করে দেন, যারা ২৪ মে পূর্ব নির্ধারিত কেন্দ্রেই পরীক্ষায় বসতে চায়, তারা তা করতে পারে।