Barak UpdatesHappeningsBreaking News
সারারাত সাহায্য মেলেনি দুই বৃদ্ধার, সকালে উদ্ধার করল বিএসএফ
ওয়েটুবরাক, ২১ জুনঃ সোমবার রাত দশটা থেকেই সোশ্যাল মিডিয়ায় বার্তাটা ব্যাপক ছড়িয়ে পড়েছিল। অম্বিকাপট্টি সুনীল সরকার লেনের দোতলায় আটকে রয়েছেন দুই বৃদ্ধা। তাঁদের একজন আবার শারীরিক প্রতিবন্ধী। অনেকেই মানবিক কারণে ফরোয়ার্ড করেছেন, শেয়ার করেছেন। কিন্তু পৌঁছেনি শুধু প্রশাসনের কারও কাছে। সরকারি হেল্পলাইনে অনেকে অনেকবার চেষ্টা করেও একটিবারের জন্য কথা বলতে পারেননি। এই ভাবেই রাত কাটে দুই নিঃসন্তান বিধবা বোনের।
আরতি ভট্টাচার্যের বয়স চুরাশি বছর। মিনতি ভট্টাচার্য চার বছরের ছোট হলেও প্রায় শয্যাশায়ী। বছর দুয়েক আগে তিনি পড়ে গেলে পা ভেঙে যায়। সে থেকে আর সোজা হয়ে দাঁড়াতে পারেন না। এমন মানুষদুটিকে শেষে সকাল আটটা নাগাদ উদ্ধার করা হয়। তাও প্রশাসনের কারও ন্যূনতম সাড়া বা সাহায্য তাঁরা পাননি। তাঁদের ভাইপো মুম্বাই থেকে ব্যক্তিগত পরিচয়ে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করেন। তিনিই জওয়ানদের পাঠান। তাঁরা মিনতিদেবীকে চেয়ারে বসিয়ে নীচে নামান। দুইবোনকে পৌঁছে দেন শহরেরই এক হোটেলে।