India & World UpdatesHappeningsBreaking News
সারদা কাণ্ড: শতাব্দী রায়ের সম্পত্তি বাজেয়াপ্ত
ওয়েটুবরাক, ৪ এপ্রিল: সারদা কাণ্ডে সম্পত্তি বাজেয়াপ্ত করা হল অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়ের৷ প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ এবং সারদাকর্তা সুদীপ্ত সেনের অন্যতম সহযোগী দেবযানী মুখোপাধ্যায়ের সম্পত্তিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বাজেয়াপ্ত করে নিয়েছে।
ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, কুণাল ঘোষের প্রায় ৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তবে শতাব্দীর কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তা জানানো হয়নি। কুণাল ও শতাব্দী দুজনেই সারদা গোষ্ঠীতে কর্মরত ছিলেন। শতাব্দী ছিলেন তাঁদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, আর কুণাল ছিলেন সারদার গ্রুপ মিডিয়ার সিইও। আর দেবযানী ছিলেন সারদা কর্তার সহযোগী।
ইডি-র দাবি ঠিক নয় বলে দাবি করেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ৷ তিনি বলেন, ‘‘ইডি আমার কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করেনি। আমি স্বেচ্ছায় ২০১৩ সাল থেকে বেতন ও বিজ্ঞাপন বাবদ পাওয়া টাকা আমি ফিরিয়ে দিয়েছি। যার সবটাই আয়কর দেওয়া বৈধ টাকা। আমি স্বেচ্ছায় যা যা দিয়েছি সেটাই ইডি গ্রহণ করেছে বলে আমার ধারণা। এর বাইরে আমার কোনও সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়নি।’’ একই সঙ্গে কুণাল বলেন, ‘‘আমি দেখলাম ইডি শতাব্দী রায়ের নামও জানিয়েছে। কিন্তু ভোটের মুখে এই দু’টি নামকেই বাছা হল কেন আমার তা নিয়ে কৌতূহল রয়েছে। আমি যতটা জানি মিঠুন চক্রবর্তীও নাকি কিছু টাকা ফেরৎ দিয়েছেন। কিন্তু তাঁর নাম জানায়নি ইডি।’’ একই দাবি শতাব্দীরও। তিনি বলেন, ‘‘সম্পত্তি ও টাকা দু’টো আলাদা বিষয়। আর সেটাও বাজেয়াপ্ত নয়, আমি স্বেচ্ছায় এক বছরেরও বেশি সময় আগে ফেরৎ দিয়েছি। এখন ভোটের সময় সেটা বলার মানেটা আমার কাছে এবং মানুষের কাছে একেবারেই স্পষ্ট।’’