India & World UpdatesHappeningsBreaking News
সামরিক শক্তিতে চিনের ঘাড়ে শ্বাস ফেলছে ভারত
ওয়েটুবরাক, ১৭ জানুয়ারিঃ সামরিক শক্তির নিরিখে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা। রাশিয়া দু’নম্বরে! তৃতীয় স্থানে থাকলেও চিনের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে ভারত এই সময়ে চতুর্থ শক্তিধর রাষ্ট্র। আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এ কথা জানানো হয়েছে।
সেনার সংখ্যা, সমরাস্ত্র এবং সামরিক সরঞ্জামের মান ও পরিমাণগত উৎকর্ষ, সেনা সন্নিবেশের কৌশলগত অবস্থান, এমনকি সংশ্লিষ্ট দেশের আর্থিক হাল বিশ্লেষণ করে প্রকাশিত হয়েছে ওই তালিকা। বিশ্বের মোট ১৪৫টি দেশের ওই তালিকায় ভারত রয়েছে চতুর্থ স্থানে। পাকিস্তান নবম।