India & World UpdatesHappeningsBreaking News
সাভারকারকে নিয়ে করা মন্তব্যে রাহুলকে সমন
ওয়েটুবরাক, ৪ অক্টোবর : সাভারকরকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কাছে সমন পাঠাল পুণের এক আদালত। আদালতে রাহুলের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেছিলেন বীর সাভারকরের পৌত্র সাত্যকি সাভারকর৷
রাহুল গান্ধীর বিরুদ্ধে সত্যকির অভিযোগ, গত বছর ৫ মার্চ লন্ডন সফরে গিয়ে ইচ্ছাকৃতভাবে সাভারকরকে অপমান করেছিলেন কংগ্রেস নেতা। বছরের পর বছর ধরে তাঁর বিরুদ্ধে লাগাতার অপমানজনক মিথ্যা তথ্য দিয়ে গিয়েছেন রাহুল। সত্য জানা সত্ত্বেও পরিকল্পিতভাবে রাজনৈতিক স্বার্থে মিথ্যা বক্তব্য পেশ করেছেন তিনি৷ এই ইস্যুতেই আগামী ২৩ অক্টোবর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন পাঠিয়েছে পুণের আদালত। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে একই ইস্যুতে নাসিক আদালতে মানহানির মামলা দায়ের হয়েছিল রাহুলের বিরুদ্ধে।
বিদেশের মাটিতে তো বটেই দেশের একাধিক জনসভায় রাহুলকে বার বার মন্তব্য করতে শোনা গিয়েছে সাভারকর বিরোধী মন্তব্য। ২০২২ সালে সাভারকারের লেখা একটি চিঠি তুলে ধরে তিনি বলেছিলেন, বীর সাভারকার ব্রিটিশদের সাহায্য করেছিলেন। রাহুল গান্ধীর এই মন্তব্যের পর জোর সমালোচনা শুরু হয়। তাঁর মন্তব্যের জেরে ফুঁসে ওঠেন সাভারকর ভক্তরা। লন্ডনের মাটিতেও একই অভিযোগ করতে শোনা গিয়েছিল রাহুলের মুখে।