Barak UpdatesHappeningsBreaking News
সাধারণতন্ত্র দিবসে করিমগঞ্জে পড়ুয়াদের প্রতিযোগিতা
January 18, 2021
১৮ জানুয়ারি: করিমগঞ্জে আসন্ন সাধারণতন্ত্র দিবস পালন উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ তা হবে অনলাইনে ডিজিটাল প্লাটফর্মে। প্রশাসনের উদ্যোগে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতা এবং এলপি ও ইউপি স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্ট প্রতিযোগিতা হবে। তিনশো শব্দের রচনা প্রতিযোগিতায় বিষয়বস্তু তিনটি। আমাদের সংবিধান :প্রাপ্তি ও প্রত্যাশা, করোনা মহামারী: জগত সভায় ভারতীয় শ্রেষ্ঠত্বের পটভূমিকা, আমাদের দেশের সংবিধান প্রণয়নে খসড়া কমিটির ভূমিকা।
কাগজ এ ফোরে যেকোনো ভাষায় রচনাটি হোয়াটসঅ্যাপ নম্বর 882211 7568 পাঠাতে হবে। অনলাইনে ডিজিটাল প্লাটফর্মে এলপি এবং ইউপি স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য কম্পিটিশনের বিষয়বস্তু, দেশের যে কোনো স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি অঙ্কন, একতাই বল, অথবা কবিড যোদ্ধার প্রতিকৃতি অংকন। কাগজে এ ফোর অথবা এ থ্রি সাইজে অঙ্কন করা উপরের যেকোনো বিষয়বস্তুর একটি অরিজিনাল অংকন হোয়াটসঅ্যাপ নম্বর 9957844682 এ পাঠাতে হবে।অঙ্কন শুরুতে মধ্যে এবং শেষে ভিডিও করে সেই ভিডিওটিও হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে হবে। আগামী ২৩ জানুয়ারির আগে হোয়াটসঅ্যাপ নম্বরে উভয় প্রতিযোগিতা বিষয় বস্তু পাঠাতে হবে।বিদ্যালয় পরিদর্শক এর ব্যবস্থাপনায় আয়োজিত উভয় প্রতিযোগিতাটির বিশদ বিবরণ জেলাশাসকের সরকারি ওয়েবসাইট এবং বিদ্যালয় পরিদর্শক এর নোটিশ বোর্ড জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।