India & World UpdatesBreaking News
সাত রাজ্যে নতুন ১৩টি কেন্দ্রীয় বিদ্যালয় অনুমোদন কেবিনেটের
দেশে উন্নত শিক্ষার প্রচলন করতে অর্থনীতি বিষয়ক কেবিনেট কমিটি বুধবার সাতটি রাজ্যে প্রস্তাবিত নতুন ১৩টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রস্তাবকে অনুমোদন জানিয়েছে। এই রাজ্যগুলো হলো উত্তরপ্রদেশ, মহারাস্ট্র, কর্ণাটক, বিহার, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, মণিপুর। এছাড়া কেবিনেট মধ্যপ্রদেশের রতলাম জেলার আলোতে একটি অতিরিক্ত জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের ব্যাপারেও অনুমোদন দিয়েছে। নতুন দিল্লিতে কেবিনেট কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের বলেন, মধ্যপ্রদেশের রতলাম জেলাটি তফশিলি জনজাতি ও তফশিলি উপজাতি অধ্যুষিত এবং এখানে একটি অতিরিক্ত জওহর নবোদয় বিদ্যালয় স্থাপনের দাবি দীর্ঘদিন থেকে ছিল। এর পাশাপাশি কেবিনেট বর্তমান অর্থবর্ষে গ্রামাঞ্চলে স্বচ্ছ ভারত অভিযানের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ হিসেবে ১৫ হাজার কোটি টাকাও অনুমোদন জানিয়েছে। কেবিনেটের এই সিদ্ধান্তে প্রকল্পের আওতায় দেশের ৫০ লক্ষ গ্রামীণ পরিবারের জন্য লাভজনক হবে। তাছাড়া কঠিন ও তরল বর্জ মোকাবিলায় বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোর ক্ষেত্রেও সুবিধা হবে।
অন্যদিকে, সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান বলেন, কেবিনেট কমিটি এ দিন তফশিলি উপজাতি সংশোধনী বিলটিও অনুমোদন জানিয়েছে।