Barak UpdatesHappeningsBreaking News
সাতটি ৫ কেভিএ ডিজি সেট হস্তান্তর; উন্নত চিকিৎসা পরিষেবায় অঙ্গীকারবদ্ধ পাওয়ার গ্রিড

ওয়েটুবরাক, ৭ মার্চ : কাছাড় জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করার লক্ষ্যে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (PGCIL) এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (CSR) উদ্যোগের আওতায় সংস্থাটি ৩.০৯ কোটি টাকা বরাদ্দ করেছে, যার একটি বড় অংশ স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ব্যয় করা হবে।
এই উদ্যোগের মূল অংশ হিসাবে, শুক্রবার জেলা উন্নয়ন আয়ুক্ত (DDC) নরসিং বে’র কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়। এই চুক্তির অধীনে পাওয়ার গ্রিড, কাছাড় জেলার স্বাস্থ্য দপ্তরকে সাতটি ৫ কেভিএ ডিজেল জেনারেটর (DG Set) প্রদান করেছে, যার মূল্য ১৫.৯১ লক্ষ টাকা।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন আয়ুক্ত, নরসিং বে, পাওয়ার গ্রিড শিলচরের , ডি জি এম, অনিন্দ দেব লস্কর এবং স্বাস্থ্য বিভাগের যুগ্ম-সঞ্চালক, ডঃ শিবানন্দ রায়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা উন্নয়ন আয়ুক্ত, নরসিং বে এই পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন এবং কর্পোরেট সংস্থাগুলির সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “কাছাড়ের স্বাস্থ্য পরিকাঠামোকে শক্তিশালী করতে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের সাথে কর্পোরেট সংস্থাগুলির এই ধরনের সহযোগিতা জনসেবার মানোন্নয়নে বিশাল ভূমিকা রাখে।”
পাওয়ার গ্রিড শিলচরের, ডি জি এম, অনিন্দ দেব লস্কর সংস্থার সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, “বিদ্যুৎ সংযোগের বাইরে গিয়েও আমরা সমাজের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে আমাদের এই অবদান জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডঃ শিবানন্দ রায় বলেন, “এই ডিজেল জেনারেটরগুলির স্থাপন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে, যা জরুরি পরিস্থিতিতে রোগীদের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
শুধু ডিজি সেট প্রদানেই সীমাবদ্ধ নয়, পাওয়ার গ্রিড কর্পোরেশন সম্প্রতি শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (SMCH) সাথে ১.৮১ কোটি টাকার আরও একটি সমঝোতা স্বাক্ষর করেছে, যা অঞ্চলের চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করতে সহায়ক হবে।
এই ডিজেল জেনারেটরগুলি বিক্রমপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, বড়খলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, উধারবন্দ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ছোটোমামদা মডেল হাসপাতাল, সোনাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং জালালপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে স্থাপন করা হয়েছে।
পাওয়ার গ্রিডের এই উদ্যোগ স্বাস্থ্যসেবার মান উন্নত করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিলচর তথা সমগ্র কাছাড় জেলার মানুষের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।