Barak UpdatesHappeningsBreaking News

সাড়ে আট হাজার পুলিশ কনস্টেবল পদের জন্য ফিজিক্যাল টেস্টের ফল প্রকাশ

ওয়েটুবরাক, ২০ জানুয়ারি: ৮২২৯ জন পুলিশ কনস্টেবল নেওয়ার জন্য তিনটি পর্যায়ে গৃহীত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ফল প্রকাশিত হয়েছে৷ www.slprbassam.in ওয়েবসাইটে তাদের ফলপ্রকাশ যেমন হয়েছে, তেমনি জানানো হয়েছে পরবর্তী নির্দেশাবলী৷ ফিজিক্যাল টেস্টে উত্তীর্ণদের আগামী ৩০ জানুয়ারির মধ্যে লিখিত পরীক্ষায় বসার জন্য আবেদন জানাতে হবে৷

স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড-এর চেয়ারম্যান তথা পুলিশের ডিরেক্টর জেনারেল ভাস্করজ্যোতি মহন্ত জানিয়েছেন, ৬৬৬২টি এবি-ইউবি পদের জন্য ২০১৮-র ২৫ এপ্রিল এবং ২০১৯-র ১৯ ডিসেম্বর বিজ্ঞাপন-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল৷ ৮১৩টি এপিআরও কনস্টেবল এবং ৭৮৮টি এফ অ্যান্ড ইএস কনস্টেবল পদপূরণের লক্ষ্যে বিজ্ঞাপন বের হয় ২০২০ সালের ১৮ ফেব্রুয়ারি৷ তৃতীয়ত, ২০২০ সালের ৮ জুন সিভিল ডিফেন্স ও হোমগার্ডের ৭৫৪টি পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল৷ এই সব কয়টিরই ফলাফল প্রকাশ হয়েছে এ দিন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker