Barak UpdatesHappeningsBreaking News
সাংস্কৃতিক মহাসংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান
ওয়েটুবরাক, ৩১ অক্টোবর : আসাম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত সাংস্কৃতিক মহাসংগ্রামে
অংশগ্রহণ করার জন্য আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন পত্র জমা করা যাবে। আগ্রহীদের নিজের পুরসভা বা জিপি কার্যালয়ে গিয়ে একক সঙ্গীত এবং সমবেত নৃত্যের জন্য নির্দিষ্ট প্রপত্রে নাম লেখাতে হাইলাকান্দি জেলা প্রশাসনের তরফে বলা হয়েছে৷ ফটো এবং আধারকার্ড কিংবা বয়স এবং বাসস্থানের অন্য কোনও প্রমাণপত্রের জেরক্স কপি সঙ্গে জমা দিতে হবে।
প্রতিযোগিতায় বয়স ভিত্তিক তিনটি গ্রুপে অংশ গ্রহণ করা যাবে। যেমন – ১২ বছর থেকে ১৮ বছর, ১৯ বছর থেকে ২৪ বছর এবং ২৫ বছর থেকে ৩৫ বছর।
সঙ্গীত প্রতিযোগিতায় রয়েছে চারটি বিভাগ রবীন্দ্র সঙ্গীত, ভূপেন হাজারিকা সঙ্গীত, রাভা সঙ্গীত এবং জ্যোতি সঙ্গীত।
সমবেত নৃত্য বিভাগে রয়েছে বিহু নৃত্য এবং বিভিন্ন জনগোষ্ঠীয় পরম্পরাগত লোকনৃত্য।
প্রতিযোগিতা গ্রাম পঞ্চায়েত ভিত্তিক/ওয়ার্ড ভিত্তিক এরপর বিধানসভা ও জেলা ভিত্তিক অনুষ্ঠিত হবে। সবশেষে রাজ্য পর্যায়ে অংশ গ্রহণ করার জন্য ছাড়পত্র মিলবে।
প্রত্যেক প্রতিযোগী অংশ গ্রহণ করার জন্য পাবেন প্রশংসাপত্র এবং বিধানসভা, জেলা ও রাজ্য পর্যায়ে রয়েছে আর্থিক পুরস্কার সহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।