Barak UpdatesHappeningsBreaking News
সাংসদ তহবিলের টাকায় কেনা অগ্নি নির্বাপক গাড়ি মেডিক্যাল কলেজের কাজে লাগাতে বললেন সুস্মিতা
ওয়েটুবরাক, ৯ সেপ্টেম্বর : সাংসদ থাকাকালে শিলচর শহরের জন্য একটি অগ্নি নির্বাপক গাড়ি কিনেছিলেন সুস্মিতা দেব৷ সাংসদ এলাকা উন্নয়ন তহবিল থেকে কেনা হয়েছিল দমকল গাড়িটি৷ আজও তা শিলচর সার্কিট হাউসে পড়ে রয়েছে৷ অজ্ঞাতকারণে তা জনতার কাজে লাগানো হয়নি৷ অথচ শিলচর মেডিক্যাল কলেজে যে বিশাল অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে, সেখানে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে একটি অগ্নিনির্বাপক যান সারাক্ষণ সেখানে থাকার কথা৷
মেডিক্যাল কলেজের পক্ষ থেকে জেলাশাসককে চিঠি পাঠালে জবাব মেলে, গাড়ি নেই তাদের হাতে৷ তাতে ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা বর্তমান তৃণমূল নেত্রী সুস্মিতা দেব৷ তিনি বুধবার জেলাশাসককে চিঠি লিখে সার্কিট হাউসে পড়ে থাকা অগ্নি নির্বাপক গাড়িটিকে মেডিক্যাল কলেজের নির্মীয়মান অক্সিজেন প্লান্টে কাজে লাগানোর অনুরোধ জানান৷