NE UpdatesHappeningsBreaking News
সাংবাদিক দিলোয়ার হোসেনের জামিন মঞ্জুর

ওয়েটুবরাক, ২৬ মার্চঃ গুয়াহাটির ক্রশ কারেন্ট-এর সাংবাদিক তথা গুয়াহাটি প্রেস ক্লাবের সহ সম্পাদক দিলোয়ার হোসেনের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারার উল্লেখ করে দিলোয়ার হোসেনকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হলেও বুধবার আদালতে ওইসব অভিযোগের পক্ষে কোনও যুক্তি দেখাতে পারেনি পুলিশ। এর পরই বিচারপতি তার জামিনের আবেদন মঞ্জুর করেন। তবে এক মামলায় জামিন পেলেও এ দিনই তিনি বেরিয়ে আসতে পারেননি। তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়ে গিয়েছে। আশা করা হচ্ছে, শুক্রবার হেফাজত মুক্ত হবেন সাংবাদিক দিলোয়ার।
সাংবাদিকরা একে জোটবদ্ধ আন্দোলনের ফসল বলেই দাবি করছেন। এক মামলায় জামিন হতেই তারা সন্তোষ প্রকাশ করেন। তবে যে ভাবে সাংবাদিককে বেলা একটা থেকে রাত একটা পর্যন্ত থানায় বসিয়ে রাখা হয়েছে এবং রাত একটায় গ্রেফতারের কথা জানানো হয়েছে, একে ধিক্কারজনক বলে মন্তব্য করেন তাঁরা।
একজন সাংবাদিককে এ ভাবে প্রতিহিংসামূলক মামলায় ্গ্রেফতারের ঘটনায় রাজ্যের সচেতন মানুষের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দেয়। তবে জাতি-ধর্ম নির্বিশেষে দিলোয়ারের মুক্তির জন্য সাংবাদিকরা পথে নামায় একে শিক্ষণীয় বলে অভিহিত করেন তাঁরা।