Barak UpdatesHappeningsBreaking News
সাংবাদিকদের সংবর্ধনা জানিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু লায়ন্স, লিও ক্লাব অব শিলচর গ্রেটারের
ওয়েটুবরাক, ১২ আগস্টঃ ভারতের স্বাধীনতার ৭৫-তম বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটার এবং তাদের যুব শাখা লিও ক্লাব অব শিলচর গ্রেটার। মূলত আজ বৃহস্পতিবার সাংবাদিক সংবর্ধনার মধ্য দিয়ে স্বাধীনতা প্রাপ্তির এই বিশেষ বর্ষ উদযাপন শুরু করেছেন তাঁরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের সভাপতি আনন্দ ঘোষ।
প্রধান অতিথি বিশিষ্ট সমাজকর্মী স্বর্ণালী চৌধুরী এবং লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২জি-এর রিজিয়ন চেয়ারপারসন সব্যসাচী রুদ্রগুপ্ত দুজনই বলেন, সাংবাদিকরা যেভাবে জীবনকে বাজি রেখে সংবাদ সংগ্রহের জন্য ছোটাছুটি করেন, সে তুলনায় সামাজিক বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি কমই পান। সরকারকেও সাংবাদিকদের ব্যাপারে আরও যত্নশীল হতে আহ্বান জানান তাঁরা।
অন্যান্যদের মধ্যে মঞ্চে ছিলেন লায়ন্স ক্লাবসমূহের জোন চেয়ারপারসন অনুপ দত্ত, লিও ক্লাবের সভাপতি নেহা চক্রবর্তী এবং প্রাক্তন সভাপতি দেবস্মিতা বিশ্বাস। গতি দৈনিকের সম্পাদক মনমোহন মিশ্র, সাংবাদিক উত্তমকুমার সাহা এবং রাজু সেনগুপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এ দিন প্রতিষ্ঠান হিসেবে তাঁরা সংবর্ধনা জানান দৈনিক যুগশঙ্খ, দৈনিক সাময়িক প্রসঙ্গ, প্রান্তজ্যোতি দৈনিক, গতি দৈনিক, বার্তালিপি, ইস্টার্ন ক্রনিকল, বিটিএন, আমার বাংলা, ঈশান বাংলা, ওয়েটুবরাক, ভিটিভি, বরাক বার্তা এবং নববার্তা প্রসঙ্গকে।
সাংবাদিক হিসেবে সংবর্ধিত হন সুজয় নাথ, হিমু লস্কর, ভাস্কর সোম, রাজু সেনগুপ্ত, দেবাশিস চক্রবর্তী, শঙ্কু শর্মা, মনজুর আহমেদ বড়ভুইয়া, বিশ্বকল্যাণ পুরকায়স্থ, পাপলু দাস, উত্তমকুমার সাহা, অংশুমান আচার্য, বিশ্বরাজ ভট্টাচার্য, সায়ন বিশ্বাস, রত্নদীপ দেব, দেবাশিস পুরকায়স্থ, তমোজিত ভট্টাচার্য, বিশু দত্তচৌধুরী, অভিজিত ভট্টাচার্য, পার্থ শীল এবং গৌতমপ্রসাদ দত্তকে।
মনোনীত সাংবাদিকদের কয়েকজন অবশ্য উপস্থিত হতে পারেননি। অনুষ্ঠানের সঞ্চালক তথা লায়ন্স ক্লাব অব শিলচর গ্রেটারের কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং চেয়ারপারসন শিবম দাস জানিয়েছেন, তাঁদের শংসাপত্র পরবর্তী সময়ে পৌঁছে দেওয়া হবে।