NE UpdatesIndia & World UpdatesHappenings

সহকারী হাই কমিশনারের মাধ্যমে বাংলা সাহিত্য সভার স্মারকলিপি

ওয়েটুবরাক, ১৯ অক্টোবর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে স্মারকলিপি পাঠাল বাংলা সাহিত্য সভা, অসম৷ আজ মঙ্গলবার গুয়াহাটিস্থিত বাংলাদেশ সরকারের সহকারী হাই কমিশনারের মাধ্যমে ওই স্মারকলিপি প্রদান করা হয়৷ তাতে তাঁরা বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সূচনালগ্ন থেকে স্বাধীনতা অর্জন পর্যন্ত ভারতবর্ষের মানুষ
বিশেষ করে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের বাঙালির সক্রিয় সহযােগিতা পৃথিবীর ইতিহাসে এক অনন্য দলিল হিসেবে সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশের জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ ও সমাজবাদ এই চারটি স্বর্ণিম স্তম্ভের উপর বাংলাদেশের ভিত স্থাপন করেছিলেন৷ তার ফলে একটি সদ্যোজাত রাষ্ট্র বিশ্বের দরবারে সগৌরবে মাথা তুলে দাঁড়াবার সামর্থ অর্জন করেছিল।  স্বতন্ত্র রাষ্ট্র হলেও ভারতবর্ষের সঙ্গে তার সম্বন্ধ পরিচিত আন্তর্জাতিক সম্পর্কের বহু ঊর্ধ্বে এক আত্মিক বন্ধনে আবদ্ধ।

তাঁদের কথায়, বাংলাদেশ যখন হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নসমূহকে সার্থক রূপায়ণের লক্ষ্যে দ্রুত এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই চলায় ছন্দপতন ঘটাতে চরম ঔদ্ধত্য প্রকাশ করল কতিপয় ধর্মোন্মাদ, পরধর্মবিদ্বেষী মৌলবাদীরা৷ গত এক সপ্তাহ ধরে শারদীয় দুর্গাপুজোর আনন্দমুখর পরিবেশের মধ্যে কুমিল্লার একটি দুর্গাপুজোর অস্থায়ী মণ্ডপে তথাকথিত কোরানশরিফ অবমাননার এক অতিনাটকীয় ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণােদিত গুজব ছড়িয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপক প্রাণহানি ছাড়াও ধর্ষণ, লুটপাট, ভীতি প্রদর্শনের মতাে ন্যাক্কারজনক ঘটনা ঘটে চলেছে। তা ইতােমধ্যে ভারত সহ সমগ্র বিশ্বের বিবেকশীল মানুষের মনে গভীর ভীতি, ক্ষত ও ক্ষোভের সৃষ্টি করেছে। বাংলা সাহিত্য সভা, অসম দ্ব্যর্থহীন ভাষায় এই  হিংস্রতার তীব্র নিন্দা ও ধিক্কার জানায়৷

শেখ হাসিনার কাছে তাদের দাবি, বাংলাদেশ প্রশাসন সমগ্র শক্তি দিযে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনুক ও উপদ্রুত অঞ্চলগুলিতে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করুক। একইসঙ্গে ভবিষ্যতে অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি রােধকল্পে খুন, ধর্ষণ ও লুটপাটের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরােক্ষভাবে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক৷

“বাংলা সাহিত্য সভা, অসম”- এর পক্ষে স্মারকলিপিতে স্বাক্ষর করেন পদ্মশ্রী অজয় দত্ত,
খগেনচন্দ্র দাস, সন্দীপন দত্ত পুরকায়স্থ,
রূপম চক্রবর্তী, ড.শৈবাল সেনগুপ্ত প্রমুখ৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker