Barak UpdatesHappeningsBreaking News

সর্বশেষ হিসাব, কাছাড়ে ভোট পড়েছে ৭৮.৮৬ শতাংশ

ওয়েটুবরাক, ৩ এপ্রিল: নির্বাচন কমিশন সমস্ত হিসাবনিকাশ সেরে জানিয়েছে, কাছাড় জেলায় ভোট পড়েছে ৭৮.৮৬ শতাংশ৷ সবচেয়ে বেশি ভোট পড়েছে কাটিগড়ায়, ৮৫.৭১, বড়খলায় ৮১.২১, সোনাইয়ে ৭৯.৩৯, উধারবন্দে ৭৯.০২, ধলাইয়ে ৭৮.১৩, শিলচরে ৭৪.৫৫ এবং সবচেয়ে কম লক্ষীপুরে, ৭৪.০৩ শতাংশ৷

কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার বিএল মিনা জানান, সন্ধ্যার দুটি ঘটনা বাদ দিলে ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে৷ নেট্রিপের ইভিএম ভাঙা ভোটপ্রক্রিয়ায় কোনও প্রভাব ফেলতে পারেনি৷ জল্লির কথায়, এগুলি ছিল অতিরিক্ত ইভিএম৷ ব্যবহারের প্রয়োজন পড়েনি৷

সোনাইর মধ্য ধনেহরি এলপি স্কুল ভোটকেন্দ্রে পুনর্নির্বাচনের জন্য কেউ দাবি জানাননি, জানান জেলাশাসক জল্লি৷ তাঁর কথায়, তবে নির্বাচন কমিশন নিজে থেকে সে দিনের ঘটনা পর্যালোচনা করছে৷

পুলিশ সুপার মিনা জানান, সে দিন ঘটনাস্থলে একটি পিস্তল পাওয়া গিয়েছে৷ এর মালিক কে, এ নিয়ে তদন্ত চলছে৷ সোশ্যাল মিডিয়ায় জোর প্রচার চলছে, সেটি উপাধ্যক্ষ আমিনুল হক  লস্করের বেআইনি অস্ত্র৷ সঙ্গে তাঁর ভোটার আইডি পাওয়া গিয়েছে বলেও প্রচার হচ্ছে৷ আমিনুলবাবু ওই অভিযোগ উড়িয়ে দিয়েছেন৷ তিনি নিজের ভোটার আইডি পকেট থেকে বের করে সাংবাদিকদের দেখান৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker