Barak UpdatesHappeningsBreaking News
সরস্বতী পুজোয় শিলচর পাবলিক স্কুলে দেয়াল পত্রিকার উন্মোচন

ওয়ে টু বরাক, ৩ ফেব্রুয়ারি : সরস্বতী পুজোয় দেয়াল পত্রিকা প্রকাশ করল শিলচর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের ইতিহাসে দেয়াল পত্রিকার প্রকাশ এই প্রথম। মূলত হায়ার সেকেন্ডারি প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা নিজেদের উদ্যোগে অব্যবহৃত ভাঙা একটি ব্ল্যাকবোর্ডকে নিজেদের শৈল্পিক সত্তাকে কাজে লাগিয়ে দেয়াল পত্রিকার রূপ দেয়। প্রতিটি ক্লাসের শিক্ষার্থীদের কাছ থেকে লেখা-আঁকা-চারুকলা সংগ্রহ করে দেয়াল পত্রিকাটিকে সাজায়। পত্রিকাটি সাজানোর আয়োজনে ছাত্রছাত্রীদের মধ্যে ছিল সুচিস্মিতা পুরকায়স্থ, অনামিকা সূত্রধর, অভিজিৎ দাস, ঋতুরাজ সাহা, আকাশ দাস, জিয়া দাস, রাজশ্রী দাস সহ আরো কয়েকজন।
সোমবার স্কুলে সরস্বতী পুজো অনুষ্ঠানে অধ্যক্ষা কবিতা সেনগুপ্ত, অবসরপ্রাপ্ত দুই বিষয় শিক্ষিকা সুজাতা নাথ, জয়িতা রায় চৌধুরী ফিতে কেটে দেয়াল পত্রিকাটির উন্মোচন করেন। উপস্থিত শিক্ষক-শিক্ষিকা, অফিসকর্মী আর ছাত্রছাত্রীদের করতালির মধ্য দেয়াল পত্রিকাটি প্রকাশের আলো পায়। অধ্যক্ষা ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই স্কুলে এই প্রথম দেয়াল পত্রিকা প্রকাশ হলো। এখানে ছাত্রছাত্রীরা নিয়মিত লেখাপড়ার বাইরে তাদের সাহিত্য-শিল্প সত্তাকে তুলে ধরতে পারবে। এই দেয়াল পত্রিকাটি আগামীদিনে আরও সমৃদ্ধতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ দিন স্কুলে আয়োজিত সরস্বতী পুজোয় ছাত্রদের আঁকা আল্পনার কারুকার্য দর্শনার্থীদের প্রশংসা কুড়োয়। এ দিন পুজো দেখতে ছাত্রছাত্রী ছাড়াও প্রচুর দর্শনার্থীর ভিড় জমে। পাঁচশর অধিক দর্শনার্থী সেদিন স্কুলে খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন।