India & World UpdatesHappeningsBreaking News
সরকার অনুমতি দিলেও করোনা সতর্কতায় বদ্রীনাথ বন্ধই রাখছেন পুরোহিতরা
৮ জুন: পিছিয়ে গেল বদ্রিনাথ যাত্রা। ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুরোহিতরা সহমত পোষণ না করায় আগের ঘোষণা কার্যকর হল না। মন্দিরে ভক্তদের ভিড় করোনা ভাইরাস সংক্রমণের কারণ হতে পারে, এমন শঙ্কায় এখনই যাত্রার পক্ষে সায় দিলেন না বদ্রিনাথের সেবায়িতরা।
উত্তরাখণ্ড চামলিতে জেলাশাসক স্বাতী এস ভাদুরিয়া আজ এক জরুরি বৈঠক করেন দেবস্থানম বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে। আর সবদিক বিবেচনা করে ফের ৩০ জুন পর্যন্ত ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হল বদ্রিনাথ মন্দির। যদিও সরকার করোনা ইস্যুতে সতর্কতামূলক ববস্থা নিয়ে ভক্তদের জন্য সোমবার থেকেই মন্দির খোলার পরিকল্পনা করেছিল। কিন্তু শেষপর্যন্ত করোনার বাড়তি আতঙ্কে আগের সিদ্ধান্ত বদল করতেই হল।