NE UpdatesHappeningsBreaking News
সরকারের পক্ষ থেকে আলফার বিরুদ্ধে যুদ্ধবিরতি নয় : হিমন্ত
১৮ মে : আলফা স্বাধীনের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোনও যুদ্ধবিরতি ঘোষণা করা হয়নি। মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী বলেন, সরকার আলফার একতরফা যুদ্ধবিরতি ঘোষণাকে আশার আলো হিসেবেই দেখছে।
আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আলফার একতরফা যুদ্ধবিরতি ঘোষণাকে আশার কিরণ হিসাবেই দেখছি। তবে এর অর্থ এই নয় যে, আলফাকে ধ্বংসাত্মক ক্রিয়াকলাপ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে। প্রয়োজন পড়লে আমরা আলফার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’ এর আগে আসামের মুখ্যমন্ত্রী আলফার কমান্ডার-ইন-চিফ পরেশ বরুয়াকে আলোচনার টেবিলে বসে সরকারের সঙ্গে কথা শুরু করার আবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, “যুদ্ধবিরতি ঘোষণা ভাল। এখান থেকে পরেশ বরুয়াকে অবশ্যই শান্তি প্রক্রিয়ায় যোগদানের বিষয়টি বিবেচনা করা উচিত”।
মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামের মানুষ শান্তি চান। তাঁরা মোটেই এবং হিংসা পছন্দ করেন না। পরেশ বরুয়াকে অবশ্যই আসামের মানুষের ইচ্ছার প্রতি মনোযোগ দিতে হবে। আসামের মানুষ সহিংসতা নয়, শান্তি চান।’ আলফার দ্বারা অপহৃত ওএনজিসির কর্মচারী রিতুল শইকিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার পরে হিমন্তবিশ্ব এ মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী অপহৃত ওএনজিসির কর্মচারী রিতুল শইকিয়ার পরিবারের সদস্যদের আশ্বাস দিয়েছেন, তাঁর সরকার শীঘ্রই শইকিয়াকে উদ্ধারের জন্য যথাসাধ্য পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল শইকিয়া এবং ওএনজিসি-র আরও দু’জন কর্মচারীকে আলফা ক্যাডাররা অপহরণ করে। তবে দুই কর্মচারী মোহিনী মোহন গগৈ এবং অলকেশ শইকিয়াকে ২৪ এপ্রিল ইন্দো-মায়ান্মার সীমান্ত থেকে উদ্ধার করা হয়।