Barak UpdatesHappeningsBreaking News
সরকারি হাইস্কুলে ৫০০ টাকা ভর্তি মাশুল ! ক্ষোভ অভিভাবকদের
ওয়ে টু বরাক, ৫ এপ্রিল : সরকারি স্কুল, কিন্তু তবুও শিলচর শহর সংলগ্ন নিমাইচান্দ হাইস্কুলে পড়ুয়াদের কাছ থেকে ৫০০ টাকা ভর্তি মাশুল হিসেবে আদায় করা হচ্ছে। এমনটাই অভিযোগ উত্থাপন করলেন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরা । সংবাদ মাধ্যমে তারা জানান, তাদের বাচ্চাদের কাছ থেকে ভর্তি ফিজের জন্য টাকা দেবার কথা জানতে পেরে তারা স্কুলে উপস্থিত হন। এর প্রতিবাদ জানান তাঁরা।
সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে ক্ষুব্ধ অভিভাবকরা জানান, ভর্তি ফিজ আদায় নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী সিনহাকে তারা প্রশ্ন করলে তিনি জানিয়েছেন, ভর্তি ফিস নয়, স্কুলের উন্নয়নের জন্য তিনি ভর্তির সময় টাকা দেবার কথা বলেছেন । অভিভাবকরা বলেন, সরকারি স্কুল হওয়া সত্ত্বেও কেন উন্নয়নের জন্য টাকা চাওয়া হচ্ছে? সরকার কি স্কুলের উন্নয়নের জন্য কোন অর্থ বরাদ্দ করে না ? এই প্রশ্ন রাখেন তারা।
এ দিকে এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী সিনহা জানান, সরকারি তরফ থেকে প্রতিবছরই যে অর্থ বরাদ্দ হয় তার থেকে স্কুলের পুরো উন্নয়ন করা সম্ভব হয় না। তিনি বলেন, প্রতিবছরই তিনি এভাবে স্কুলের উন্নয়নের জন্য অভিভাবকদের কাছ থেকে টাকা অনুদান হিসেবে নেন। তিনি বলেন, গতবার স্কুলে জলের বন্দোবস্ত করেছেন ওই টাকায়। এবার তিনি চাইছেন স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য। তাই তিনি অভিভাবকদের কাছ থেকে স্কুলের উন্নয়নের জন্য অনুদান চেয়েছেন বলে জানান ।