India & World UpdatesHappeningsBreaking News
সরকারি আবাস থেকে সরলেও নিজের ঘরে নজরবন্দি থাকবেন মেহবুবা মুফতি
৭ এপ্রিল : দীর্ঘ আট মাস ধরে বন্দী থাকার পর মঙ্গলবার সকালে নিজের সরকারি আবাসে পৌঁছলেন পিপল ডেমোক্রেটিক পার্টির অধ্যক্ষ তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তবে তিনি জনসুরক্ষা অধিনিয়ম আইন থেকে মুক্ত হননি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজের ঘরেই নজরবন্দি থাকবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে স্থানীয় প্রশাসন গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর পুনর্গঠন অধিনিয়ম লাগু হওয়ার পর অন্য নেতাদের সঙ্গে বন্দী করে রাখা হয়েছিল।
প্রথমে তাঁকে নিজের বাসভবনেই নজরবন্দি করে রাখা হয়। পরে সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় একটি সরকারি গেস্ট হাউসে। এ দিকে, তাঁর সঙ্গে জম্মু কাশ্মীরের অন্য দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লা ও ওমর আবদুল্লাকেও বন্দি করে রাখা হয়েছিল। তবে তাঁদের গত মাসেই মুক্তি দেওয়া হয়। মনে করা হচ্ছিল, মেহবুবা মুফতিকেও একইভাবে মুক্ত করে দেওয়া হবে। কিন্তু তা হয়নি। মেহবুবার কন্যা এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও কেন্দ্র সরকারকে দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের প্রেক্ষিতে তাঁর মাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। তিনি এ ব্যাপারে জম্মু কাশ্মীরের উপ-রাজ্যপালকে এ নিয়ে চিঠিও লেখেন।