Barak UpdatesHappeningsBreaking News
সয়েল কনজারভেশন ও আরডিএসএসও এনজিওর উদ্যোগে আলগাপুরে এমআরসি হাইস্কুলে বিশ্ব পরিবেশ দিবস পালিত
ওয়েটুবরাক, ৮ জুনঃ ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভুমি সংরক্ষণ বিভাগের উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন আরডিএসএসও এনজিও এর ব্যাবস্থাপনায় ও স্থানীয় স্কুল ইকো ক্লাবের সহায়তায় আলগাপুর ব্লকের আওতায় থাকা চৌধুরী বাজার স্থিত এম আর চৌধুরী সিনিয়র সেকেন্ডারি স্কুলে বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপন করা হয়েছে। গত বুধবার সয়েল কনজারভেশন হাইলাকান্দি রেঞ্জ অফিসের কর্মকর্তাদের আয়োজনে এই উপলক্ষ্যে একটি র্যালি বের হয়ে ভাটিরকুপার সড়ক প্রদক্ষিণ করে এম আর চৌধুরী হাই স্কুলে ফিরে যায়। সেখানে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধানশিক্ষক দিলোয়ার চৌধুরী। বিশ্ব পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন সয়েল কনজারভেশন হাইলাকান্দি রেঞ্জ অফিসার দীপঙ্কর হাজারিকা। তিনি বলেন, প্রতিবছর পৃথিবীর ৪০ শতাংশ ভূমি ক্ষয় হচ্ছে, যা সরাসরি বিশ্বের অর্ধেক জনসংখ্যাকে প্রভাবিত করছে। ২০০০ সাল থেকে এই পৃথিবীতে খরাপ্রবণ জমির এলাকা বেড়েছে ২৯ শতাংশ, যা ২০৫০ সালের মধ্যে তিন-চতুর্থাংশেরও বেশি হতে পারে। এই খরাপ্রবণ এলাকা গুলিকে পুনরায় সবুজ করে তোলার জন্য সবাইকে গাছ লাগানোর আবেদন জানান হাজারিকা।
সভায় প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শামিম চৌধুরী, রমেন ঘোষ, দিলোয়ার চৌধুরী, হাসান আহমেদ মাজারভুইয়া, আজহার উদ্দিন, পারবিন সুলতানা প্রমুখ। সভায় পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানো ও গাছের পরিচর্যা নিয়ে প্রতিনিয়ত লক্ষ্য রাখতে আহ্বান জানিয়েছেন সয়েল কনজারভেশন হাইলাকান্দি রেঞ্জ অফিসের কর্মকর্তারা। এছাড়া প্লাস্টিক বর্জন, জৈব সার প্রয়োগ সহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। সয়েল কনজারভেশন হাইলাকান্দি রেঞ্জ অফিসের কর্মকর্তাগণ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে ভাটিরকুপা, মাটিরগ্ৰাম, বাঁশবাড়ি ইত্যাদি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠনে বৃক্ষ রোপণ কর্মসূচি সহ পরিবেশ রক্ষার স্বার্থে শপথ গ্রহণ করা হয়। পরিবেশ দিবস উপলক্ষে এম আর সি হাইস্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।