Barak UpdatesHappeningsCultureBreaking News
সম্মিলিত লোকমঞ্চের কমিটি পুনর্গঠিত, সভাপতি ড. অনুপই, সাধারণ সম্পাদক ভাস্কর
ওয়েটুবরাক, ১১ জুলাইঃ সম্মিলিত লোকমঞ্চ শিলচরের বার্ষিক সাধারণ সভা রবিবার নাজিরপট্টি মডেল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের সভায় পুরাতন কমিটি ভঙ্গ করে নতুন কমিটি গঠন করা হয় ।
সর্বসম্মতিক্রমে সভাপতি পদে ড. অনুপ কুমার রায়কেই পুনর্মনোনীত করা হয়৷ কার্যকরী সভাপতি পদে রসরাজ দাস৷ উপ-সভাপতিরা হলেন কৃষ্ণেন্দু নাথ, পিনাকপাণি নাথ ও মঙ্গলা নাথ৷ সাধারণ সম্পাদক হিসাবে ভাস্কর দাস মনোনীত হয়েছেন। নবগঠিত কমিটির পরামর্শদাতা হিসাবে রয়েছেন বিশিষ্ট লোকশিল্পী মনোরঞ্জন মালাকার, নিপু শর্মা ও অনিমেষ দেব। উপদেষ্টা হিসাবে রয়েছেন বিশিষ্ট লোকগবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য, লোকগবেষক মহবুবুল বারি ও অধ্যাপক ড. বিশ্বতোষ চৌধুরী । নতুন কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত হয়েছেন কানাইলাল দাস । মিডিয়া কনভেনর হিসাবে দায়িত্ব পেয়েছেন কমলেশ দাশ৷ সামাজিক সম্পাদক হিসাবে সুমনা দাস, সাংগঠনিক সম্পাদক পদে সপ্তমিতা নাথ, কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন শ্যামল কান্তি নাথ৷ যুগ্ম সম্পাদকরা হলেন অঙ্কিতা ভট্টাচার্য, ঝিমলি নাথ ও রাজু দাস৷ সহকারী সাংস্কৃতিক সম্পাদক পদে সর্বশ্রী নাথ, মনিমিতা গোস্বামী ও অজিত দেব অন্তর্ভুক্ত হয়েছেন। সহ কোষাধ্যক্ষ কৃষ্ণ দাস । তাছাড়াও কার্যনির্বাহক সদস্য পদে মোট আট জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ তাঁরা হলেন- সন্তোষ চন্দ, শ্রীবাস সূত্রধর, দীপক নাথ, জুয়েল নাথ, তীর্থলাল দাস, দুলন পালিত, রাজশ্রী নাথ ও জলি শুক্লবৈদ্য। পদাধিকারী ও সদস্য মিলে মোট ৩৩ জনের কমিটি।
এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে সংস্থার সভাপতি ড. অনুপ কুমার রায় বরাক উপত্যকার লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে ও তার প্রচার প্রসারে সম্মিলিত লোকমঞ্চ কাজ করছে বলে জানান। তিনি এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সংস্থার কার্যকরী সভাপতি রসরাজ দাস বলেন, “লোকমঞ্চের উদ্যোগে যে ধামাইল প্রতিযোগিতা আয়োজিত হয়েছিল এতে বরাক উপত্যকায় ব্যাপক সাড়া জেগেছিল৷ একে পাথেয় করে আগামীদিনে আমাদের এগিয়ে যেতে হবে।” সাধারণ সম্পাদক ভাস্কর দাস ধামাইল প্রতিযোগিতার সফলতার কথা তুলে ধরেন এবং নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে লোক সংস্কৃতির প্রচার ও প্রসারে সম্মিলিত ভাবে কাজ করার প্রতিশ্রুতি প্রদান করেন।
এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহবুবুল বারি, মনোরঞ্জন মালাকার, কানাইলাল দাস প্রমুখ। উপস্থিত ছিলেন পূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার গৌতম সরকার, শিলচর পলিটেকনিকের প্রভাষক অধ্যাপক শান্তনু রায়, অল আসাম বৈশ্য উন্নয়ন পরিষদের সভাপতি শৈলেন রায় প্রমুখ।